×

জাতীয়

মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ পিএম

মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলা

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে পলাশ উপজেলার পাচঁদোনা বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এই হামলার শিকার হন।

বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুরে পলাশ উপজেলার পাচঁদোনা বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর সময় ৫০/৬০ জনের একটি দল লাঠিশোটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে। পরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ড. আবদুল মঈন খান একটি দোকানে আশ্রয় নেন। প্রতিপক্ষের হামলায় বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা জানান।

ড. আবদুল মঈন খানের অভিযোগ, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার এলাকায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরা এই হামলা চালায়।

পাঁচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ ইউসুফ আহাম্মেদ বলেন, দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App