×

জাতীয়

বিকল্প কেউ ক্ষমতায় আসলে তালেবানি যুগ শুরু হবে: কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০৮ পিএম

বিকল্প কেউ ক্ষমতায় আসলে তালেবানি যুগ শুরু হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুটি ধারায় বিভক্ত। একটি মুক্তিযুদ্ধের পক্ষে, অন্যটি বিপক্ষে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় আসার আগেই নানা হুমকি-ধমকি দিচ্ছে। এবার বিকল্প কেউ ক্ষমতায় আসলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে, আগুন সন্ত্রাস হবে। তারা যদি ক্ষমতায় আসে তালেবানি যুগ শুরু হবে।

আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন এদিন বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, শোভাযাত্রা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, শুধু আমাকে এই আসনে বিজয়ী করলে হবে না। সারা দেশের সব আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

বিএনপি ও ঐক্যফ্রন্টকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা ক্ষমতায় আসার আগেই চক্রান্ত শুরু করেছে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App