×

জাতীয়

চট্টগ্রামে পুলিশের ধাওয়ায় ছাত্রদলকর্মীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৫ পিএম

মহানগরীর ইপিজেড থানার মুরাদনগর এলাকায় শনিবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে এক ছাত্রদলকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত যুবকের মো. রাসেল (৩৩)। তিনি ওই এলাকার মৃত শফিক রহমানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত রাসেল ইপিজেড থানা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ছিলেন। তিনি চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী।

নগরের ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। তবে বহুতল ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম অভিযোগ করে বলেন, ‘পুলিশি হয়রানির কারণে বন্দর ও ইপিজেড এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ বাড়িতে থাকতে পারছেন না। রাতে রাসেলসহ কয়েকজন কর্মী ইপিজেড থানার মুরাদনগর এলাকার মুরাদ ভবনে রাতে থাকতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ সেখানেও তাদের ধাওয়া করে।’

পুলিশের ধাওয়া খেয়ে রাসেল পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App