×

আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে কাতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ পিএম

এবার যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে কাতার

আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে প্রায় দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির সরকারি জ্বালানি সংস্থা কাতার পেট্রোলিয়ামের (কিউপি) প্রধান নির্বাহী কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিশ্বের জ্বালানি রফতানিকারক দেশগুলোর শীর্ষ সংগঠন ওপেক থেকে দোহার বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে উপসাগরীয় অঞ্চলের এই দেশটির সম্ভাব্য ঝুঁকি থেকে মুক্ত রাখার লক্ষ্যে এই পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্বের শীর্ষ তরল প্রাকৃতিক গ্যাসের উৎপাদনকারী কাতার। দেশটির জ্বালানি সংস্থা কিউপির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাদ আল-কাবি। রোববার তিনি বলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বিদেশি অংশীদারদের জন্য নতুন এলএনজি ট্রেন তৈরি করবে কিউপি।

তবে এই প্রকল্প কাতার পেট্রোলিয়াম একাই তৈরি করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভালো প্রস্তাব না পেলে কোনো বিদেশি তেল কোম্পানিকে এতে যুক্ত করা হবে না।

কাবি বলেন, আমার কথা লিখে রাখুন, যদি আমরা একটি ভালো চুক্তিতে পৌঁছাতে না পারি; তাহলে প্রকল্পের কাজ একাই এগিয়ে নেবো।

সূত্র : রয়টার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App