×

জাতীয়

বাসযোগ্য আদর্শ মিরপুর গড়ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ পিএম

বাসযোগ্য আদর্শ মিরপুর গড়ব
শাহ আলী, দারুস সালাম, রূপনগর থানা ও সাভারের কাউন্দিয়া ইউনিয়নের একাংশ নিয়ে ঢাকা-১৪ আসন। আগামী একাদশ জাতীয় নির্বাচনে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু। বাবা এস এ খালেক বিএনপির ডাকসাইটের নেতা এবং পাঁচবারের সংসদ সদস্য। তাই ছোটবেলা থেকেই স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। বর্তমানে দারুস সালাম থানা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস (যুক্তরাষ্ট্র) থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করা সাজু পেশাগত জীবনে এস এ খালেক গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সিইও এবং রিহ্যাবের নির্বাচিত প্রথম ইসি সদস্য। ঢাকা-১৪ আসন পুনরুদ্ধার করতে পারলে ‘বাসযোগ্য আদর্শ মিরপুর’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ভোরের কাগজের সঙ্গে আলাপচারিতায় এস এ সিদ্দিক সাজু বলেন, মিরপুরে আমার জন্ম, বেড়ে ওঠা। এখানেই আমার ব্যবসা প্রতিষ্ঠান। এ এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক পূর্ব-পুরুষ থেকেই। রাজনৈতিক পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি দুর্বলতা ছিল। সব সময়ই মিরপুরবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়াতে চেয়েছি। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করাতে ৫৭টি মামলা মাথার উপরে ঝুলছে। তবুও পিছপা হইনি। দলীয় আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আসন্ন নির্বাচনে বাবা ও ভাইয়ের উত্তরসূরি হিসেবে আমি এ আসনে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে হতে চাই জনগণের সেবক। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কোন বিষয়কে বেশি গুরুত্ব দেবেন? এ প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী সাজু বলেন, মিরপুরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে। এখানে একটি স্পোর্টস একাডেমি গড়ে তুলব। বাণিজ্য ও কর্মসংস্থান বাড়াতে একটি অর্থনৈতিক অঞ্চলও গড়ে তোলা হবে, যেখানে বিদেশিরা বিনিয়োগ করবে। তিনি বলেন, মোগলরাও মিরপুরকে তাদের বাণিজ্যিক এবং সেনাশহর হিসেবে উপস্থাপন করেছিল। আমার বিশ্বাস এখানে ইকোনমিক জোন হলে অর্থনৈতিকভাবে শুরু মিরপুর নয়, দেশও সমৃদ্ধ হবে। পাশাপাশি এলাকার লোকজনের স্বাস্থ্যসেবার জন্য বাবার অসমাপ্ত ৫০০ শয্যার হাসপাতালকে পূর্ণতা দেব। এলাকার লোকজনের অনেক দিনের দাবি ছিল একটি মহিলা বিশ্ববিদ্যালয়ের। সে দাবি পূরণ করতেও চেষ্টা করব। সাজু বলেন, বর্তমানে পরিকল্পনামাফিক এগুচ্ছে নয় মিরপুরের সম্প্রসারণ ও উন্নয়ন। যার খেসারত দিচ্ছে এলাকাবাসী। রাস্তাঘাট উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেই। সংস্কারের অভাবে মিরপুরের অধিকাংশ এলাকার অলিগলি ব্যবহার অনুপযোগী। নির্বাচিত হয়ে এসব বিষয়গুলোর দিকে মনোযোগ দিব। সর্বোপরি মিরপুরকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App