×

বিনোদন

আমার বাবার কথা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:১৪ পিএম

আমার বাবার কথা
আগামী ২০ ডিসেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে তিনি চলে যান না ফেরার দেশে। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সঙ্গে সঙ্গে তিনি রেখে গেছেন একটি সঙ্গীত পরিবার। বাবা মাহমুদুন্নবীকে স্মরণ করলেন তার মেয়ে খ্যাতনামা শিল্পী সামিনা চৌধুরী
পানির স্রোতের মতো সময় চলে যাচ্ছে একটু একটু করে...। কতগুলো সময় যে চলে গেল বাবাবিহীন...এই বাবাবিহীন জীবন কেমন অশান্ত-অস্থির-বেদনার এবং অসম্পূর্ণ একাকী, তা বোঝানোর জন্যই বুঝি বাবা হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেছেন। কত সুখস্মৃতি তাকে নিয়ে; দুঃখের স্মৃতিও কম নয়। আনন্দ, ভালোবাসা, রাগ আর অভিমান চারটির সংমিশ্রণে যে অনুভ‚তির ঘরটি তৈরি হয়েছে আমার মনের ভেতর, সে ঘরে গেলে, জমিয়ে রাখা হাজারো রাগ-অভিমান-দুঃখের মধ্যে একটু করে যে জিনিসটি হীরকখণ্ডের মতো জ্বলে ওঠে, তা আমার মমতাময় বাবার একটি সুখছবি; যা সূর্যের মতো সত্য ও আলোময়। বাবার জন্য আমার অনুভ‚তিটা অনেকটা নয়, পুরোটাই এমন। কখনো অভিমান, আবার কখনো বা মায়ায় ভরা। সংসার হয়েছে, আলাদা, তথাপি মনের ভেতর বাবা-মায়ের জন্য তৈরি করা ঘরটি এত মজবুত ও সদা জাগ্রত, সদা ক্রন্দনরত; যা আমাকে একটু বেশি আবেগী করে রাখে। হঠাৎ করে আব্বার কথা শুনলেই আবেগী হয়ে যাই, মায়ের কথা ভেবে আকুল হয়ে যাই...এ কেমন এক অনুভ‚তি অভিমান ও ভালোবাসায় সর্বদা ডুবে থাকে। আমি একটু বিদ্রোহী ধরনের মেয়ে ছিলাম ছোটবেলা থেকেই। এখনো তা-ই আছি। অন্যায়ের সঙ্গে আপস হয় না। চেষ্টা করি মাঝেমধ্যে, পারি না। বাবার সঙ্গে অভিমান করে নাম পাল্টে ফেলেছি বটে, সেটা আমার বিদ্রোহের প্রকাশ। তবে কেউ বুঝুক বা না-ই বুঝুক, আমার বাবাকে আমি ভালোবাসি। একটা গল্প আছে না, ‘লবণের মতো ভালোবাসা’ ঠিক তেমনই। আমার বাবাকে আমি লবণের মতো ভালোবাসি। সেই ১৯৯০ সালের ২০ ডিসেম্বর ভোরে বাবাকে হারানোর এবং আমার অভিমানগুলো বলতে না পারার যে অনুতাপ-আক্ষেপ শুরু হয়েছে, তার বোঝা আজও বয়ে বেড়াচ্ছি। কত কথা ছিল আব্বার সঙ্গে। আমাদের ছেলেমেয়ে অর্থাৎ বাবার নাতি-নাতনিকে দেখানো হলো না। আব্বা নাতি-নাতনিকেও আম মেখে খাওয়াতে পারলেন না। কত গান, কত সুর আরো শেখার ছিল আব্বার কাছে। আমার তো প্রতিটি দিবসই বাবা-মা দিবস। বাবাকে অনেক কিছু বলতে ইচ্ছে করে। আজ বাবা দিবসে আব্বাকে চিৎকার করে বলছি, ‘বাবা, তোমার মেয়ে তোমার ওপর রাগ-অভিমান করে নাম পাল্টেছিল, উদাসীন মায়াময় বাবা আমার, তুমি আমাদের ওপর রাগ কোরো না, আমরা তোমার ওপর কোনো রাগ রাখিনি। আমি তোমাকে খুঁজি সবখানে সর্বদা। তোমার সুর আমার কণ্ঠে। তোমার সরলতা, আদর্শ আমার মধ্যে তুলে ধরতে চাই। তোমার সেই আম মাখিয়ে খাইয়ে দেয়া, প্রতিদিন ফিরতি পথে হাতে আমাদের জন্য কিছু না-কিছু আনা- এসব কি ভুলতে পারি, বাবা? বাবা বাবাই। আমার বাবা শ্রেষ্ঠ বাবা। সহজ, সরল, হিংসা-বিদ্বেষহীন, নিঃস্বার্থ একজন আদর্শ শিল্পী, যার সততা ও আদর্শ নিয়ে আমিও পথ চলছি। যখনই গান গাইতে যাই, তখনই তোমাকে দেখতে পাই, বাবা, বিশ্বাস করো। তোমার আর মায়ের মধ্যে যে ভালোবাসার বন্ধন, সে তো আজো স্বর্গীয়। আমি তোমাদের জন্য গর্বিত। এমন মা-বাবার ঘরে জন্ম আমার। বাবা, যেখানে আছো, আল্লাহতাআলা তোমাকে শান্তিতে রাখুন, জান্নাতে হোক তোমার বাস। আমাদের জন্য মন খারাপ কোরো না। ক্ষমা করো আমাদের। আর আমাদের জন্য দোয়া করো, বাবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App