×

জাতীয়

হার্ডিঞ্জ ব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:০১ পিএম

হার্ডিঞ্জ ব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ জনের মৃত্যু
ভয়াবহ ট্রেন দূর্ঘটনা ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজে। ট্রেনের ছাদে থাকা যাত্রীরা হার্ডিঞ্জ ব্রীজের সেডে ধাক্কা খেয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে নীচে পড়েছে। এ ঘটনায় ৩ জন নিহতের নাম পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ১৬ জন। ধারনা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী চিত্রা এক্সপ্রেস এ ঘটনা ঘটেছে। সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী চিত্রা এক্সপ্রেস ওভারলোড যাত্রী নিয়ে খুলনা অভিমুখে আসচ্ছিল। টানা ৩ দিনের ছুটির কারনে ঢাকা থেকে বাড়ি আসচ্ছিল মানুষ। ট্রেনের ভিতরে তিল ধরনের ঠাঁই ছিল না। তাই শীতের মধ্যেও বহু যাত্রী ট্রেনের ছাদে উঠে যাত্রা শুরু করেছিল। ভোর ৪টা ৫৭ মিনিটের সময় ট্রেনটি হার্ডিঞ্জ ব্রীজের কাছে ছাদে থাকা যাত্রীরা দূর্ঘটনায় পতিত হয়। একে একে রক্তাক্ত জখম হয়ে নীচে পড়তে থাকে যাত্রীরা। কেউ আহত হয়ে পদ্মা নদীতে, কেউ পদ্মার চরে, কেউ বা ঝুলতে থাকে ব্রীজের উপরে। এ যেন বিভিষিকাময় অবস্থা। এসময় আহত যাত্রীদের মৃত্যু আর্তনাতে ভারী হয়ে উঠে আকাশ বাতাস। সূত্র নিশ্চিত করেছে, এ ট্রেন দূর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এবং আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। নিহতরা হলো ঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শোলগাড়ী গ্রামের জালাল উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (২২), হাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাকিম (১৮) এবং অজ্ঞাত পরিচয়ের একজন (২০)। এছাড়াও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুমুর্ষ অবস্থায় ভর্তি হয় ৬ জন ট্রেন যাত্রী। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আসাদুজ্জামান জানিয়েছেন, ঝিনাইদহ জেলার ইমরান হোসেন (৩০), যশোর জেলার আবদুল্লাহ (২৮), শৈলকুপার নাজমুল ইসলাম (২৫), দৌলতপুর উপজেলার ফজলুল ইসলাম ফজো (২২), খুলনা জেলার মহিবুল্লাহ, ইব্রাহিম হোসেন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। এরমধ্যে ৫ জন কে মুমুর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ। এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শোলগাড়ী গ্রামেররেজাউল করিমের পুত্র মোহাম্মদ শান্ত ছাড়াও কমপক্ষে ২৫ জন গুরুত্বর আহত যাত্রী। পাকশী রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ডিটিও আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ট্রেনের এমন ভয়াবহ দূর্ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ধারনা করা হচ্ছে, নিহত এবং আহত যাত্রীরা ট্রেনের ছাদে উঠে যাত্রা করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App