×

জাতীয়

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হচ্ছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১৬ পিএম

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হচ্ছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার
ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার হচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহি প্রার্থী হিসেবে তিনি আপেল প্রতিকে নির্বাচন করছেন।এবং তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ সৈকতও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোঙ্গর প্রতিকে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ আসনে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। তাঁর প্রচার প্রচারনায় সোনাগাজী ও দাগনভুঞার আওয়ামী লীগ এবং সকল সহযোগি সংগঠন ঐক্যবদ্ধ। জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষনার দলীয় মনোনয়ন বিক্রি হয়। দলের মনোনয়ন সংগ্রহকারীদের সাথে মতবিনিময় কালে সভানেত্রী শেখ হাসিনা বলেন, মহাজোটগত ভাবে নির্বাচনে প্রার্থী দেয়া হবে। মনোনীত ব্যাক্তির পক্ষে সবাইকে কাজ করতে হবে, বিদ্রোহি প্রার্থী হলে আজিবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।  দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের জেলায় জেলায় ঘরোয়া বৈঠকের মাধ্যমে দলীয় কোন্দল নিরসন ও বিদ্রোহি  স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের চেষ্টা করে যাচ্ছেন। গত ১০ ডিসেম্বর দলের সভানেত্রী খোলা চিঠির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানান। আরও জানা যায়, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেন বর্তমান সাংসদ হাজী রহিম উল্লাহ।কিন্তু আগের(৮ডিসেম্বর) রাতেই ওমরা করার নামে সৌদি চলে যান স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার। দুদিন পর দেশে ফিরে এসে নির্বাচনে শেষ পর্যন্ত প্রতিদ্বন্ধীতা করার কথা জানান তিনি। মাঠে দেখা না গেলেও কর্মীদের মাধ্যমে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন পিতা ও পুুত্র। দলীয় সুত্রে জানা যায়, দলের সভানেত্রীর চিঠি পেয়ে নির্বাচন থেকে সরে না দাড়ালে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হতে পারেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App