×

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:২৩ পিএম

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ হামলা ঘটনা ঘটে। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ড. কামাল হোসেনের গাড়ি ছাড়াও আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও জগলুল হায়দার আফরির গাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। হামলায় আহতদের মধ্যে আ স ম আবদুর রবের গাড়ি চালককে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ড. কামাল শহীদ বুদ্ধিজীবীদের কবর স্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন৷ এসময় তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় তার নেতাকর্মীরা কামালকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও বেধড়ক পেটানো হয়। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার সময় পুলিশের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল আফরিক বলেন, আজকে যারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হামলা চালিয়ে প্রমাণ দিল তারা আসলে কি। তিনি বলেন, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর পরই হামালা চালিয়ে কামাল স্যার, রব, মান্না ও তার গাড়িতে হামলা চালানো হয়। এ বিষয়ে বিকাল ৩টায় ঐক্যফ্রন্টের অফিসে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App