×

জাতীয়

দাউদকান্দি মেঘনার জনগণ নেতৃত্বের পরিবর্তন চায় : মাওলানা আলতাফ হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:১২ পিএম

দাউদকান্দি মেঘনার জনগণ নেতৃত্বের পরিবর্তন চায় : মাওলানা আলতাফ হোসেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা আলতাফ হোসেন বলেন, দলীয় সরকারের অধীনে সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহন করা আমাদের দেশে অতীতে কখনো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। তাই এবারের নির্বাচনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। শুক্রবার বেলা ১১টায় ইসলামী ঐক্যজোট দাউদকান্দি উপজেলার অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে এসব তিনি কথা বলেন। তিনি আরো বলেন, দাউদকান্দি-মেঘনার মানুষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন চায়। এজন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। প্রশাসন যদি আন্তরিকভাবে চায় তাহলে সুষ্টু নির্বাচন সম্ভব, না হলে জাতি হতাশ হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রতিশ্রুতিতে নয়, কাজে বিশ্বাসী। নির্বাচিত হলে দাউদকান্দি-মেঘনাবাসীর সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরবো। নিজের জন্য নয়, সুখে দুঃখে দুই উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তনে সেবক হিসেবে কাজ করতে এসেছি। ইসলামী ঐক্যজোট থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি আশাবাদী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং দাউদকান্দি-মেঘনার মানুষ মিনার প্রতীকে আমাকে নির্বাচিত করবে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট দাউদকান্দি শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোবারক হোসেন, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা বদিউজ্জামান সরকার, মেঘনা উপজেলা ইসলামী ঐক্যজোটের সাধারন সম্পাদক মাওলানা সোহাইল আহম্মেদ, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি হাফেজ আরিফুল ইসলাম, দাউদকান্দি উপজেলা ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি হাফেজ মাওলানা খাঁন মোহাম্মদ আরিফ, দাউদকান্দি পৌরসভার সাংগঠনিক সম্পাদক মাওলানা জোবায়ের আহমদ প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App