×

তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে আটগুণ বেশি শক্তির ব্যাটারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ পিএম

বাজারে আসছে আটগুণ বেশি শক্তির ব্যাটারি
বর্তমানে বাজারে থাকা স্মার্টফোন বা ল্যাপটপের ব্যাটারি সাধারণত লিথিয়াম আয়নভিত্তিক। তাই একবারে খুব বেশি চার্জ ধরে রাখতে পারে না। অল্প ব্যবহারেই চার্জ শেষ হয়ে যায়।ব্যবহারকারীদের মনে প্রায়ই একটি কথা উঁকি দেয়- চার্জ দ্রুত শেষ না হলে কতই না ভালো হতো! তরল ফ্লুরাইডভিত্তিক ব্যাটারি সেই আশা পূরণ করবে বলে আশা করা হচ্ছে। কারণ এটি সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে আটগুণ বেশি শক্তিশালী হবে। একবার চার্জেই দীর্ঘসময় ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) এবং নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির (জেপিএল) গবেষকরা জানিয়েছেন, তারা ফ্লুরাইডভিত্তিক নতুন ধরনের রিচার্জেবল ব্যাটারি তৈরির কৌশল নিয়ে কাজ করেছেন।এটি ফ্লুরিন বা তরল উপাদান থেকে চার্জ গ্রহণ করবে। ক্যালটেকের অধ্যাপক রবার্ট গ্রুবস বলেন, ফ্লুরাইডভিত্তিক ব্যাটারিতে শক্তির উচ্চ ঘনত্ব থাকে। তার মানে সাধারণ ব্যাটারির চেয়ে এটি অনেক বেশি শক্তিশালী।তিনি উল্লেখ করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে যেসব ব্যাটারি ব্যবহার করা হয় ফ্লুরাইডের ব্যাটারি তার চেয়ে আটগুন বেশি সময় চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App