×

খেলা

বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০১ পিএম

বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত ইমার্জিং কাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। ম্যাচটি বাংলাদেশ সময় ১০টা ১৫ মিনিটে শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে। অন্যদিকে দ্বিতীয় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একই সময়ে কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৭ রানে হারের পর টানা দুই ম্যাচ জিতে ইমার্জিং কাপের সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। এর মধ্যে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে ২৮ রানে হারায় সোহানরা। ওই ম্যাচে দলের হয়ে সেঞ্চুরি করেন মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্র ৮৬ বলে ১০০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। পাশাপাশি ২ উইকেট শিকার করে ওই দিন ম্যাচসেরা নির্বাচিত হন মোসাদ্দেক। এরপর গ্রæপ পর্বে নিজেদের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে ৮৪ রানে। ওই ম্যাচেও লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক। যেখানে তার ব্যাট থেকে এসেছে ৮৫ রান। ৪টা ছয় এবং ৩টা চারের মার ছিল তার ওই ইনিংসটিতে। ওই ম্যাচেও মোসাদ্দেক ২ উইকেট শিকার করেন। নাঈম হাসান নেন ৩ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম সেমিফাইনালে মোসাদ্দেকের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশি সমর্থরা। পূর্বের দুই ম্যাচের মতো আজও জ্বলে উঠবেন তিনি- এমনটিই প্রত্যাশ্য ভক্তদের। এ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করতে চায় বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে আসার পথে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ১০৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারায় তারা। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারার পরও সেমির টিকেট পায় শ্রীলঙ্কা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। সেমিফাইনালে আসার পথে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২২৫ রানের বড় ব্যবধানে জয়ে পেয়েছে। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ১ উইকেটে জিতে তারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরেছে ৮৪ রানে। অন্যদিকে ভারত নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭৪ রানে জয় পায়। এরপর দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ৬ উইকেটে এবং শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পায় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App