×

জাতীয়

প্রত্যন্ত চরাঞ্চলে আমালের মেডিকেল ক্যাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৯ পিএম

প্রত্যন্ত চরাঞ্চলে আমালের মেডিকেল ক্যাম্প
চিকিৎসকের শনণাপন্ন হতে গেলে প্রায় ৩ ঘন্টা ভ্রমণ করতে হয়। তাও যদি কোন হাসপাতাল হয়তো, তাও কিছুটা স্বস্তির নিশ্বাস নেওয়া যেত। কেবলি একজন স্থানীয় চিকিৎসকের কাছে থেকে সেবা নিতেই দীর্ঘপথ অতিক্রম করতে হয় চরের মানুষদের। অনেক সময় ডাক্তারের কাছে রোগীকে পৌছাঁনোর আগেই রোগীর মৃত্যুও ঘটে থাকে। দীর্ঘ কয়েক কিলোমিটারের মধ্যে কোন হাসপাতাল নেই। বলছি বগুড়া জেলার যমুনা নদী বিধৌত সারিয়াকান্দি থানার প্রত্যন্ত শনপচাঁ চরের কথা। প্রতিক‚লতা আর সীমাহীন কষ্টে কাটে এ চরের মানুষের জীবন। এবার এ গ্রামেই চিকিৎসা সেবা নিয়ে পৌঁছে গেছে আমাল ফাউন্ডেশন। সম্প্রতি তারা শনপচাঁ চরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে সুবিধাবঞ্চিত কয়েকশ রোগী চিকিৎসাসেবা পেয়েছে। আমাল ফাউন্ডেশন ও স্যাভলনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়াও দরিদ্র রোগীদের মাঝে প্রয়োজনীয় সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও চরের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও কাউন্সিলিং করা হয়। সংগঠনটি জানায়, মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ চরে স্থায়ীভাবে চিকিৎসাসেবা দেওয়ার জন্য তারা কাছ করে যাচ্ছেন। জানা গেছে, এ মাসে এ চরে একটি কমিউনিটি হেলথ সেন্টার নির্মাণ করেছেন। যেখানে সপ্তাহের দুই দিন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে সেবা পাচ্ছেন প্রত্যান্ত চরের রোগীরা। এখান থেকে আরো বেশি সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষ সেবা নিতে পারবেন বলে মনে করছেন তারা। হেলথ ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন আমাল ফাউন্ডেশনের সিইও ইফরিত করিম, প্রজেক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর সাঈমা সুলতানা স্নিগ্ধা, নর্থ বেঙ্গল প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলাম রকি সহ স্যাভলন বাংলাদেশের কর্মকাতাবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App