×

আন্তর্জাতিক

নিউইয়র্ক বইমেলার ২১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠিত

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৪ এএম

নিউইয়র্ক বইমেলার ২১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠিত
নিউইয়র্ক বাংলা বইমেলা ২০১৯ আয়োজনের প্রস্তুতি নিয়ে ৯ ডিসেম্বর বিকেলে জ্যাকসন হাইটসে মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. জিয়াউদ্দিন আহমেদ। সভায় নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০১৯-এর ঘোষিত আহ্বায়ক ড. নজরুল ইসলাম সহ মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য নিনি ওয়াহেদ, হাসান ফেরদৌস, ফাহিম রেজা নূর, বিশ্বজিত সাহা, ওবায়দুল্লাহ মামুন, আহমাদ মাযহার, আদনান সৈয়দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় জাকিয়া ফাহিমও উপস্থিত ছিলেন। সভার প্রথমেই ফাউন্ডেশনের সভাপতির মাধ্যমে নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০১৯-এর আহ্বায়ক ড. নজরুল ইসলামকে অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব অর্পণ করা হয়। বইমেলা বাস্তবায়নের জন্য একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়। আহ্বায়ক সহ কমিটির সদস্যরা হলেন, নিনি ওয়াহেদ, ফেরদৌস সাজেদীন, সউদ চৌধুরী, হাসান ফেরদৌস, কৌশিক আহমেদ, ফাহিম রেজা নূর, ওবায়দুল্লাহ মামুন, আহমাদ মাযহার, নসরত শাহ, বিশ্বজিত সাহা, আদনান সৈয়দ, রানু ফেরদৌস, সাবিনা হাই উর্বি, তানভীর রব্বানী, শুভ রায়, শেখ শোয়েব সাজ্জাদ, মুরাদ আকাশ, ইউসুফ রেজা, হারুন আলী ও সেমন্তী
ওয়াহেদ।
বিগত বইমেলার মতো  পিএস-৬৯-এই বইমেলা হবে নাকি অন্য কোনো ভেন্যুতে বইমেলা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা হয় বইমেলার জন্য অর্থসংগ্রহ বিষয়েও। সভায় একমত প্রকাশ করা হয় যে মুক্তধারা ফাউন্ডেশনের জন্য স্থয়ী তহবিল গঠন করা হবে। বিভিন্ন নামে পৃষ্ঠপোষক সদস্যপদ গঠনের ব্যপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। বইমেলা উপলক্ষে পূর্বঘোষিত পুরস্কারের পাশাপাশি লেখককে নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত বই জমা দেয়া সাপেক্ষে বাংলাভাষার একজন অভিবাসী লেখককেও পুরস্কৃত করা হবে। এই পুরস্কারের অর্থমূল্যও প্রদান করবেন জিএফবি গ্রুপ’। উল্লেখ্য গত ৩ বছের ধরে মুক্তধারা ফাউন্ডেশন বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য একজনকে আজীবন সম্মাননা প্রদাণ করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App