×

জাতীয়

দাউদকান্দিতে ড. মোশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯ এএম

দাউদকান্দিতে ড. মোশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
দাউদকান্দিতে ড. মোশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের সাথে আইএস এজেন্ট মেহমুদের ফোনালাপকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার(১২ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় করেছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এ অভিযোগ দায়ের করেন। । অভিযোগ পত্র থেকে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোনে দুবাই অবস্থানরত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এজেন্ট মেহমুদের এর সাথে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন, যা ১১ ডিসেম্বর এশিয়ান ট্রিবিউন এ প্রকাশিত হয় এবং ডিবিসি নিউজের (টিভি) প্রাপ্ত অডিও থেকে জানা যায়, খন্দকার মোশররফ বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করেন। এরকম আলোচনা করে খন্দকার মোশররফ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন। মোহাম্মদ আলী সুমন অভিযোগ পত্র উল্লেখ করেন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে ষড়যন্ত্রের কারণে খন্দকার মোশাররফ হোসেন বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, রাতে অভিযোগ পেয়েছি, যেহেতু এটা জাতীয় ব্যাপার তাই রাতেই উর্ধ্বতন অফিসারদের জানিয়েছি। বিস্তারিত পরে জানাবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App