×

খেলা

কোহলি দম্পতির উদারতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ পিএম

কোহলি দম্পতির উদারতা
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট জিতে ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০০৮ সালে পার্থ টেস্টে শেষবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল ভারত। অ্যাডিলেডে ৪ ম্যাচ সিরিজের প্রথমটি জিতে দীর্ঘ দশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার গৌরব অর্জন করেছে কোহলির দল। পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে কোহলিরা। গত মঙ্গলবার বিমানে করে পার্থের উদ্দেশ রওনা দেয় ভারতীয় দল। কোহলির সঙ্গে ছিলেন স্ত্রী আনুশকা শর্মাও। এ দিন ছিল কোহলি-আনুশকা দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। এমন দিনে তারা মহানুভবতার অনন্য এক নজির স্থাপন করেছেন। বিমানে ১২টি বিজনেস ক্লাসে সিট ছিল ভারতীয় ক্রিকেটারদের জন্য। ফলে বেশিরভাগ সদস্যই ভ্রমণ করছিলেন ইকোনমি ক্লাসে। তবে অধিনায়ক হিসেবে কোহলি ও তার স্ত্রী পেয়েছিলেন বিজনেস ক্লাস সিট। কিন্তু এই দম্পতি নিজেদের সিট দুটি ছেড়ে দিয়েছেন দলের দুই পেসারদের জন্য। নিজেরা গিয়ে বসেছেন ইকোনমি ক্লাসে। প্রথম টেস্টে অজিদের বিপক্ষে জয়ে পেসারদের অগ্রণী ভ‚মিকা দুর্দান্ত। জাসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি ২০ উইকেটের ১৪টি তুলে নেন। তাই পার্থেও অস্ট্রেলিয়াকে হারাতে পেসারদেরই প্রয়োজন ভারতের। পার্থের ফাস্ট ও বাউন্সি উইকেটে পেসাররাই কোহলির প্রধান ভরসা। পেসাররা যাতে একটু আরামে ভ্রমণ করতে পারেন তাই হয়তো নিজেদের আরামদায়ক সিট ছেড়ে দিয়েছেন এ দম্পতি। এই উদারতা প্রশংসার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ এ বিমানে ভ্রমণ করছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার সুবাদেই জানা গিয়েছে এই ঘটনা। তিনি না থাকলে হয়তো এ ঘটনা সবার অজানাই থাকত। ফক্স স্পোর্টসের হয়ে কলাম লেখার দায়িত্বে থাকা এই ভন টুইট করেন ঘটনাটি। নিজের টুইটারে মাইকেল লিখেছেন, অ্যাডিলেড থেকে পার্থে যাওয়ার পথে বিরাট কোহলি আর তার স্ত্রী দলের পেসারদের জন্য বিজনেস ক্লাসের সিট ছেড়ে দিয়েছেন, যাতে তারা আরো আরামে যেতে পারে। অস্ট্রেলিয়া ভয় পায়। শুধু যে ভারতীয় পেসাররাই রিল্যাক্সে রয়েছে তা নয়, অধিনায়ক মানবিকতা দিয়ে তাদের অনুপ্রাণিত করছেন। পরে হার্শা ভোগলেও কোহলির এই মহানুভবতার প্রশংসা করেছেন। টুইটারে এটি নিয়ে আলোচনা ছাড়িয়ে গেছে তাদের বিবাহবার্ষিকীর ঘটনাকেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App