×

খেলা

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৯ পিএম

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে কোনো অঘটন ঘটেনি প্রথম রাউন্ডে। আট দলের টুর্নামেন্ট থেকে প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালের টিকিট পেয়েছে সেরা চার দলই। বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের পাশাপাশ অন্য তিন দল হলো ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনুর্ধ্ব-২৩ দল।

পাকিস্তানে হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচ শেষে সেমির টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। দুই দলের অপেক্ষা ছিলো ‘এ’ গ্রুপের ম্যাচ শেষ হওয়ার। ‘এ’ গ্রুপ থেকে সেমির টিকিট পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা।

গ্রুপের তিন ম্যাচই জিতে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের সমান ২টি ম্যাচ জিতলেও হেড টু হেডে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার একই সময়ে মাঠে গড়াবে শেষ চারের ম্যাচ দুইটি। যেখানে ‘এ’ গ্রুপের রানারআপ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ও অপর ম্যাচে খেলবে ভারত-পাকিস্তান।

বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ দুটি। বাংলাদেশ খেলবে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে। একই শহরের কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App