×

জাতীয়

সিলেট থেকেই আজ প্রচারণা শুরু ড. কামালের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১১:২১ এএম

সিলেট থেকেই আজ প্রচারণা শুরু ড. কামালের
সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট যাবেন ড. কামাল হোসেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল জানান, জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতারা হজরত শাহ জালাল (রহ.) এবং হজরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর সিলেটে বেশ কয়েকটি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে। পাশাপাশি তারা খোলা জিপে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। আগামীকাল বৃহস্পতিবার তারা বিমানে ঢাকায় ফিরবেন। ১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করত বিএনপি। কিন্তু এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে ঐক্যফ্রন্ট ও বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App