×

জাতীয়

সাবের হোসেন চৌধুরীর প্রচারণায় মানুষের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৬ পিএম

মিছিলে হাজারো মুখ। নারী, পুরুষ, তরুণ, যুবা, শিশু ও বয়োবৃদ্ধ। কারো হাতে রং-বেরংয়ের নৌকা, কারো হাতে ব্যানার, ফেস্টুন, আবার কারো হাতে শোভা পাচ্ছে জাতীয় পতাকা। আর উচ্ছ্বাসে ভরা স্লোগান ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘সাবের ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’, ‘ঢাকা-৯ আসন ধন্য সাবের ভাইয়ের জন্য’, ‘উন্নয়নের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’। ব্যান্ড বাদ্যের তালে তালে এমন স্লোগান আর নানান বয়সের মানুষের উদ্বেল নৃত্যে একাকার হয়ে ওঠে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে গতকাল মঙ্গলবার দুপুরে খিলগাঁও মডেল কলেজ মাঠ থেকে সমর্থকদের নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ নির্বাচনী মিছিল বের করলে এমন উৎসবমুখর দৃশ্যের অবতারণা হয়। মিছিলে ঢাকা-৯ আসনের প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মী ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল দুপুর ১টার পর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে খিলগাঁও মডেল কলেজ মাঠে জড়ো হতে থাকেন নৌকার সমর্থক ও নেতাকর্মীরা। বিকেল ৩টায় কলেজ মাঠ ও আশপাশের সড়ক গণমিছিলে পরিণত হয়। এ সময় নৌকার স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশের এলাকা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে গণমানুষের নেতা সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে নির্বাচনী র‌্যালি শুরু হয়। মুখে নানান স্লোগান, হাতে ব্যানার, ফেস্টুন, রং-বেরংয়ের নৌকা এবং ব্যান্ড বাদ্যের তালে তালে নেচে-গেয়ে সুবিশাল মিছিলটি এগিয়ে যেতে থাকে। পথে উৎসুক জনতা হাত নেড়ে সাবের হোসেন চৌধুরীকে স্বাগত জানান। উচ্ছ্বাস আর উৎসবমুখরভাবে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ মিছিলটি খিলগাঁও থেকে গোড়ান টেম্পোস্ট্যান্ড, মাদারটেক, বাসাবো, কদমতলা, আহম্মেদবাগ, সবুজবাগের মায়াকানন, মুগদা সরকারি হাসপাতাল, মুগদাপাড়া, ওয়াসা রোড, মানিকনগর বিশ্বরোড হয়ে বাসাবো, সবুজবাগ, খিলগাঁও মোড় হয়ে সন্ধ্যা ৭টায় সাবের হোসেন চৌধুরীর নির্বাচনী কার্যালয় সবুজমতিতে এসে শেষ হয়। মিছিলটি যখন বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করছিল তখন সড়কের দুপাশের বাসিন্দারা প্রিয়নেতা সাবের হোসেন চৌধুরীর দিকে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ‘নৌকার’ পক্ষে স্লোগান দেন। এ সময় জননেতা সাবের হোসেন চৌধুরী এলাকাবাসীর সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এবং নৌকায় ভোট চান। মিছিলটি প্রদক্ষিণকালে বিগত ১০ বছরে ঢাকা-৯ আসনের বিভিন্ন উন্নয়ন চিত্রসংবলিত লিফলেট ভোটারদের মাঝে বিরতণ করা হয়। প্রচারণার একপর্যায়ে মানিকনগর এলাকায় গিয়ে আইপিইউর অনারারি সভাপতি সাবের হোসেন চৌধুরী ভোটারদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনীতি করছি, সুখে-দুঃখে আপনাদের পাশে আছি। বিগত ১০ বছরে এলাকার মানুষের কল্যাণে সাধ্যমতো উন্নয়নমূলক কাজ করেছি। আমি এবং আমার সরকারের মাধ্যমে যদি আপনাদের উন্নয়ন হয়ে থাকে তাহলে শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App