×

বিনোদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘জয়তু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:০২ পিএম

শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘জয়তু’
অভিনেত্রী সুমাইয়া শিমু আবারো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্র ষাটোর্ধ্ব বীরাঙ্গনা বাণী ইসলাম ও বিদেশ ফেরত তার মেয়ে সিলভিয়া এই দুই চরিত্রে অভিনয় করেছেন শিমু। নাটকের নাম জয়তু। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাত ৯টায় এ নাটকটি প্রচার হবে এসটিভির পর্দায়। এ নাটকটি রচনা ও চিত্রনাট্য জহির করিম ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা, রওনক হাসান, ইশরাত চৈতী রায় প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে বয়কাট চুল মেম সাহেব সিলভিয়া, গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র বাণী ইসলাম বর্তমানে পাগলিনীর বেশে ষাটোর্ধ্ব বীরাঙ্গনা বাণীর একমাত্র মেয়ে। যার কোনো পিতৃপরিচয় জানা নেই। কানাডা প্রবাসী সিলভিয়া তার স্বামী স্ট্যাফিনের সহায়তায় তার মাকে খুঁজে পেয়ে এখন প্রতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে এক মাসের জন্য মায়ের কাছে এসে থাকেন। তার মা স্মৃতিশক্তি হারিয়েছে ফেলেছে। বাণীর বাল্যকালে বন্ধু শায়না বাসায় আসে। শায়নার কাছ থেকে সিলভিয়া তার মায়ের ১৯৭১ সালের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App