×

জাতীয়

রামগঞ্জ নৌকার প্রার্থী আনোয়ার খানের গণসংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০৪:১৭ পিএম

রামগঞ্জ নৌকার প্রার্থী আনোয়ার খানের গণসংযোগ
লক্ষীপুর-১ রামগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান গণসংযোগ শুরু করেন। বুধবার (১২ ডিসেম্বর) দপুর ১২ টায় থেকে রামগঞ্জ পৌর শহরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ রামগঞ্জ গড়তে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। একটি আধুনিক রামগঞ্জ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, অতীতে এই রামগঞ্জ বার বার অবহেলার শিকার হয়েছে। রাস্তা-ঘাট, কলকারখানা কিছুরই কোন উন্নয়ন ঘটেনি। এই উপজেলার আশপাশের এলাকার গ্যাস সংযোগ সংযোগ থাকলেও এখানে গ্যাসের ব্যবস্থা করেননি। নৌকাকে বিজয়ী করতে পারলে সকল সমস্যার সমাধান হবে। তিনি আরো বলেন, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে এই রামগঞ্জ অনেক অনেক পিচিয়ে। আমাদের সন্তানদের এগিয়ে নিতে আমাদের কাজ করতে হবে। এই এলাকার শিক্ষিত তরুন সমাজ যাতে বেকার না থাকে সেজন্য একযোগে কাজ করতে হবে। অন্যথায় বিএনপি ক্ষমতায় গেলে সকল উন্নয়ন ধ্বংস হয়ে যাবে। দেশে দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারই করেছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে রামগঞ্জসহ সারাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি। গণসংযোগে অংশ নেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈকত মাহমুদ শামসু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক ভুইয়া সুমন, প্যানেল মেয়র ও পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ আকন্দ, ৩ নং ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো জাহিদ হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ,পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া,যুগ্ন আহবায়ক অপু মাল,আশরাফ রাজু,ফজলে রাব্বি জয় প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App