×

পুরনো খবর

ময়মনসিংহ-৭ থেকে রওশনের মনোনয়ন প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:১৯ পিএম

ময়মনসিংহ-৭ থেকে রওশনের মনোনয়ন প্রত্যাহার
ময়মনসিংহ-৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। একইসঙ্গে আসনটিতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়েছেন। তবে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লড়বেন রওশন। আজ বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে রওশন এরশাদ ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য গত ২৬ নভেম্বর ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে তার পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম তোলা হয়। তবে এর আগের দিন ২৫ নভেম্বর এই আসনটিতে সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে সমঝোতার ভিত্তিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম. এ. হান্নানকে ছেড়ে দিয়েছিলো আওয়ামী লীগ। পরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার হয়ে এখনো কারাগারে রয়েছেন হান্নান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App