×

জাতীয়

মাদারীপুরে পুলিশ হত্যা মামলায় ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮ পিএম

মাদারীপুরে পুলিশ হত্যা মামলায় ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মাদারীপুর জেলার রাজৈর থানায় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক ও প্রধান সহকারীকে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সর্বহারা ও চরমপন্থী দলের ২০ সদস্যকে যাবজ্জীবন দণ্ড, ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (১২ ডিসেম্বর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। মামলার ৩২ আসামির মধ্যে চারজন বন্দুকযুদ্ধে এবং দুজন বিচার চলাকালে মারা যান। বাকি ২৬ জনের মধ্যে ১৩ জন পলাতক, জামিনে ১২ জন এবং দিপু ওরফে টিপু বিশ্বাস নামে এক আসামি কারাগারে আটক আছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ৩ এপ্রিল উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাইন আজম খান এবং প্রধান সহকারী কামরুল আলম খান ঠাকুর মোটরসাইকেলযোগে শাখার পাড় যাওয়ার পর আসামিরা তাদের পরিচয় জিজ্ঞাসা করে। তারা পুলিশ পরিচয় দিলে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর মোটরসাইকেলসহ তাদের শ্রীনদীর দিকে নিয়ে যাওয়া হয়। ট্রলারে উঠিয়ে প্রথমে মোটরসাইকেলটি নদীতে ফেলে দেয় আসামিরা। এরপর প্রথমে কামরুলকে গলা কেটে হত্যার পর তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা হাসনাইনের হাতে ধরিয়ে দেয়া হয়। কামরুলের লাশ টুকরা টুকরা করে কেটে নদীতে ফেলে দেয়া হয়। পরে হাসনাইনকে একইভাবে হত্যার পর তার লাশও টুকরা টুকরা করে নদীতে ফেলে দেয়া হয়। নিহত পুলিশের উপ-পরিদর্শক আবুল হাসনাইন মাদারীপুর জেলায় ডিএসবির ডিআইও এবং কামরুল আলম খান ঠাকুর প্রধান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ৬ আগস্ট মাদারীপুরের রাজৈর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম মোল্লা ৩২ আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ২০০৮ সালের ৪ মে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App