×

জাতীয়

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই : মওদুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৮ পিএম

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই : মওদুদ
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা, এখন সব জায়গায় ‘আন-লেভেল’ প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। সরকারি দল প্রচার চালালেও ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে মঙ্গলবার নিরাপত্তার অভাবে প্রচারে অংশ নিতে পারেননি তিনি। প্রচারে বের হলেই হামলা করা হচ্ছে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ করে সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বলেন, তিনি (ওবায়দুল কাদের) সাত-আটটি গাড়ি ও শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে ক্ষমতার প্রভাব দেখিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চের ওপর দাঁড়িয়ে মাইক ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। সাংবাদিকদের নিজ নির্বাচনী এলাকা সফরের আহ্বান জানিয়ে তিনি বলেন, নোয়াখালী-৫ আসনে এসে দেখুন এখানে কোনো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ আছে কি না। সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি শুরু করেছে। সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ নিজের আহত কর্মীদের নামের তালিকা দেন। তার এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও আহত কর্মীদের ছবি দেখান। এ ছাড়া সরকারি সুবিধা ব্যবহার করে ওবায়দুল কাদেরের গণসংযোগ করারও ছবি দেখান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App