×

জাতীয়

আত্মনির্ভরশীল দেশ গড়তে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ পিএম

আত্মনির্ভরশীল দেশ গড়তে চাই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির একক প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এ ছাড়া বেলকুচিতে এডুকেশনাল পাঠাগার ও চৌহালীতে আধুনিক কৃষিখামার গড়ে তুলব। গতকাল মঙ্গলবার ভোরের কাগজকে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আমিরুল ইসলাম খান আলিম বলেন, দেশপ্রেম ও দেশের মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকেই আমার রাজনীতিতে আসা। আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশ ও জনগণকে রক্ষার জন্য জাতীয়তাবাদী রাজনীতির আদর্শের মাধ্যমেই সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আগামী ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারব বলে আমরা বিশ্বাস করি। চলমান দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হলে প্রকৃত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার উদ্দেশ্য ছিল দেশের গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত করতেই এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে জেলখানায় এবং তারেক জিয়াকে দেশান্তরী করে রাখা হয়েছে। তাই এখন অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে বিএনপি। আর তা হলো নির্বাচন। এ আন্দোলনে আমরা জয়লাভ করবই। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মধ্যে অন্যতম ছিল আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা। জনগণের ভোটে নির্বাচিত হলে আমি এ স্বপ্নের বাস্তবায়ন করব। আমার এলাকা বেলকুচির তাঁতশিল্পকে আধুনিকায়নে তাঁতিদের পরামর্শ নিয়ে কার্যকর উদ্যোগ নেব। বাইরের শ্রমবাজারের জন্য এখানের মানুষকে উপযুক্ত করে গড়ে তুলতে পারলে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার মানুষকে বিদেশে পাঠানো সম্ভব হবে। এতে দেশও লাভবান হবে। এর পাশাপাশি এলাকার উন্নয়নে এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কও গড়ে তুলতে চাই। চৌহালীর উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, নদীবিধৌত এলাকা চৌহালী। এখানকার মানুষের ভাগ্যোন্নয়নে আধুনিক চাষাবাদের ব্যবস্থা করব। এখানে একটি কৃষিখামার এবং দুগ্ধখামার গড়ে তুলব। মিল্কভিটার মতো একটি কোম্পানি গড়ে তুলতে চাই। তিনি বলেন, শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তরুণদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করব। নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণকে সচেতন করার চেষ্টা করব। রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে মানবসেবা ও দেশসেবার ব্রত নিয়েই রাজনীতি করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App