×

আন্তর্জাতিক

ভারতে বিধানসভা নির্বাচনে মোদির দলের ভরাডুবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ পিএম

ভারতে বিধানসভা নির্বাচনে মোদির দলের ভরাডুবি

ফাইল ছবি

ভারতের পাঁচ রাজ্যের মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মিজোরামে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির ভরাডুবি হয়েছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান তিনটি রাজ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস। বাকি দুই রাজ্যের তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)। আরেক রাজ্য মিজোরামে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলগুলোর জোট এমএনএফ।

কয়েক দফায় সর্বশেষ গত শুক্রবার এ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই তিন রাজ্যেই সরকার গড়তে পারে কংগ্রেস। সভাপতি হিসাবে দলের দায়িত্ব পাওয়ার পর এটাই বড় সাফল্য রাহুল গান্ধীর।

এ নির্বাচনী ফলাফলকে দেখা হচ্ছে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ভারতের সাধারণ নির্বাচনের সেমিফাইনাল হিসেবে। এর ফাইনাল হবে এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে। পাঁচ রাজ্যের মধ্যে এখন বিজেপি ক্ষমতায় আছে তিনটিতে। এবারের নির্বাচনে এর সবগুলোই হাতছাড়া হতে যাচ্ছে দলটির। ঝুলিতে নতুন কোনও রাজ্যও যোগ করতে পারেনি তারা। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ভাটা পড়ার বিষয়টি পরিষ্কার হলো।

নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পরই টুইটে বিজেপির বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানান, বিজেপি কৃষক-সহ সমাজের নিম্নস্তরের মানুষদের জন্য কোনও কাজই করেনি। তাই বিজেপিকে গ্রহণ করেননি সাধারণ মানুষ।

এদিকে, সেমিফাইনালে এহেন ভরাডুবিতে চিন্তিত মোদি ব্রিগেড। সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় এক্কেবারে প্রতিক্রিয়াহীন দলের ক্যাপ্টেন৷ নির্বাচনে পিছিয়ে থাকার বিষয়ে কোনও মন্তব্যই করলেন না নরেন্দ্র মোদি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন রাজ্যে ভরাডুবির প্রসঙ্গে একটিও শব্দ খরচ করেননি তিনি। বরং সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, ‘মতপার্থক্য থাকতেই পারে, তবে সবকিছু নিয়েই সংসদে আলোচনা হোক৷’

নির্বাচনের ফলাফল সামনে আসার সময় থেকেই উচ্ছ্বসিত কংগ্রেস কর্মীরা। চারদিকে শুরু হয়ে গিয়েছে জয়োল্লাস। সভাপতি রাহুল গান্ধীর বাড়ির সামনে হোমযজ্ঞও শুরু করেন দলীয় কর্মী সমর্থকর। মেতে ওঠেছেন রং খেলায়।

সূত্র: সংবাদ প্রতিদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App