×

জাতীয়

ধামরাইয়ের উন্নয়নে কাজ করতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮ পিএম

ধামরাইয়ের উন্নয়নে কাজ করতে চাই
একাধিকবার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করলেও প্রকৃতপক্ষে জনকল্যাণে তেমন কিছুই করতে না পারার খেদ থেকে সংসদ সদস্য হতে চান আলহাজ তমিজ উদ্দিন। ঢাকা-২০ (ধামরাই) আসনে তিনি বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা কমিটির সভাপতি তমিজ উদ্দিন তিনবারের উপজেলা চেয়ারম্যান। ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। এবার উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে লড়ছেন সংসদ সদস্য পদে। একান্ত আলাপচারিতায় তমিজ উদ্দিন ভোরের কাগজকে বলেন, দেশের সরকার ব্যবস্থায় সংসদ সদস্য থাকলে যেসব কাজ করার সুযোগ সৃষ্টি হয় অন্য কোথাও থেকে তা করার সুযোগ নেই। আবার ইউনিয়ন বা উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে সংসদ সদস্যদের এমনিতেই একটা বিরোধ তৈরি হয়ে যায়। সংসদ সদস্যরা অন্যদের কাজ করতে দেন না। নিজেরাই সব করতে চান। এতে জনগণ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয় করে পরিকল্পিতভাবে কাজ করব। ধামরাইয়ের জনগণ আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন তার প্রতিদান দিতে চাই। রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ ভোট দিতে পারলে অবশ্যই জয়ী হব। ভোটের দিন কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা রুখে দেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি মানে বৈরিতা নয়। এলাকার উন্নয়নের স্বার্থে সবার সঙ্গে মিলে কাজ করতে হয়। তিনি বলেন, ধামরাইয়ে জঞ্জাল দূর করতে পরিকল্পিত উন্নয়ন দরকার। আবাসিক এবং বাণিজ্যিক দুভাবে এলাকাকে চিহ্নিত করে চিন্তা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে এই আসন গঠিত। সময়ের সঙ্গে তাল দিয়ে জনবসতি বেড়েছে। সেই লক্ষ্যে মানুষের চাহিদা পূরণে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের থাকতে হবে জনগণের সঙ্গে। জনগণ তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে তাদের পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নেবে বলে তিনি বিশ্বাস করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App