×

খেলা

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:২৯ পিএম

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কাছে দুটি কারণে বেশ গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি হতে পারে দেশের মাটিতে ক্যাপ্টেন ম্যাশের শেষ সিরিজ এবং দ্বিতীয়ত, এরপর এ বছর আর কোনো ওয়ানডে সিরিজ খেলবে না বাংলাদেশ। তাই সিরিজ জয়টা বেশ জরুরি স্টিভ রোডসের শিষ্যদের কাছে। আর সেই লক্ষ্যেই আজ রভম্যান পাওয়েলের দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবেন মাশরাফি-সাকিবরা। ম্যাচটির ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এবং শুরু হবে দুপুর ১টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি। ম্যাচটিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ১ ম্যাচ অবশিষ্ট থাকতেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। যা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে সিরিজ জয়। এর আগে ২০০৯ সাল এবং এ বছরের (২০১৮ সাল) জুলাইয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন তামিম-মুশফিকরা। শুধু তাই নয়, আজ ক্যারিবিয়ানদের হারালে প্রথমবারের মতো টানা তিনটি ওয়ানডে সিরিজ জেতার কীর্তি গড়বে রোডসের শিষ্যরা। গত রবিবার মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। যার ফলে সিরিজে এখন ১-০তে এগিয়ে আছে মাশরাফি বাহিনী। ক্যারিবিয়ানদের হারিয়ে এক ম্যাচ অবশিষ্ট থাকতেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আজকের ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। তবে এ ম্যাচে খেলতে নামার আগে অন্যরকম এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন ম্যাশ। টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড এখন হাবিবুল বাশারের দখলে। অধিনায়ক হিসেবে ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত ১১ বছর ধরে বাশার দখলে রেখেছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড। আজ উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস করতে নেমে সে রেকর্ড স্পর্শ করবেন মাশরাফি। তাই আজকের ম্যাচটি নিশ্চয়ই মাশরাফির কাছে অন্য ম্যাচগুলোর চেয়ে কিছুটা হলেও আলাদা। যে কারণে ম্যাচটি জেতার জন্য টাইগাররা তাদের সেরা খেলাটা উজার করে দেবে তাতে কোনো সন্দেহ নেই। কোচ স্টিভ রোডস, অধিনায়ক মাশরাফিসহ টিম বাংলাদেশের প্রতিটি সদস্যের দৃষ্টিই এখন সিরিজ জয়ের দিকে। তবে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে চান উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। প্রথম ম্যাচের মতো আজও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামবে বাংলাদেশ। ওপেনিংয়ে যথারীতি তামিমের সঙ্গে দেখা যাবে লিটনকে। এ ছাড়া আগের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও ইমরুলের দলে থাকাটা নিশ্চিত। মোদ্দাকথা, অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামবে টাইগাররা। প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৭ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন টাইগার পেসাররা। যেখানে মাশরাফি ও মোস্তাফিজ ৩টি করে এবং রুবেল নিয়েছেন ১টি উইকেট। আজও বল হাতে ঝলক দেখাবেন টাইগার পেসাররা এমনটিই প্রত্যাশা সমর্থকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App