×

খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:০৪ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ ম্যাচ জিততে পারলেই তিন ম্যাচে ২-০ সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশের সামনে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে রোভম্যান পাওয়েলের দল। ওপেনার কিয়েরণ পাওয়েলকে বসিয়ে রেখেছে তারা। দলে নিয়েছে চন্দ্রপল হ্যামরাজকে। বাংলাদেশ এ ম্যাচে কোন পরিবর্তন না নিয়েই মাঠে নামছে। দলে আছেন তিন পেসার। এছাড়া চার ওপেনার তামিম, লিটন, ইমরুল ও সৌম্য সরকার আছেন একাদশে। এর আগের ম্যাচে বাংলাদেশ দল অধিনায়ক মাশরাফির ২০০তম ওয়ানডে জিতে স্মরণীয় করেছে। এবার তাদের সামনে আরেক উপলক্ষ্য। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর বাংলাদেশ দলের হয়ে একত্রে খেলা শততম ম্যাচ এটি। এদিকে চলতি বছরে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি মাশরাফিদের সামনে। দ্বিতীয় ম্যাচটি নিজেদের করে নিতে পারলেই দারুণ গন্তব্যটি ছুঁয়ে ফেলবে লাল-সবুজের অপ্রতিরোধ্য দলটি। স্টিভস রোডস শিষ্যরা বছরের প্রথম সিরিজি জয়ের সুবাস গায়ে মেখেছিলো গেল জুলাইয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারের গ্লানি উপহার দিয়েছিলো। দ্বিতীয় জয়টি ধরা দিয়েছে গেল অক্টোবরে, ঘরের মাঠে। যেখানে সফরকারী জিম্বাবুয়ে উড়ে গেছে ৩-০ ব্যবধানে। তৃতীয় সিরিজ জয়ের পথে তাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। যাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে সেই যাত্রায় একধাপ এগিয়ে গেছে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কেমো পল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু, ওশানে থমাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App