×

বিনোদন

চলচ্চিত্র পরিচালনায় এটিএম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৬ পিএম

চলচ্চিত্র পরিচালনায় এটিএম
২০০৯ সালে অভিনেতা এটিএম শামুসজ্জামান পরিচালিত ‘এবাদত’ সিনেমাটি মুক্তি পায়। এটি তার নির্দেশিত প্রথম সিনেমা। এরপর মাঝে বেশ কয়েক বছর কেটে যায়। অভিনয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন এটিএম শামসুজ্জামান। তবে এ বছরের শেষপ্রান্তে এসে এটিএম শামসুজ্জামান জানান তিনি নতুন আরেকটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তার নিজেরই। সিনেমার নাম ‘এখন বলা যায়’। এটিএম শামসুজ্জামান বলেন, এখন বলা যায় নিয়ে আমি দীর্ঘদিন ধরেই ভাবছি। যেহেতু আমার লেখালেখির অভ্যাস আছে অনেক আগে থেকেই তাই নিজের সিনেমার গল্প, চিত্রনাট্য আমি করব ঠিক আগেরটারই মতো। এখন বলা যায় হবে জীবনের গল্প। আমাদের জীবনের অনেক না বলা কথা উঠে আসবে এখন বলা যায়। আমি জীবনের যে পর্যায়ে এসে পৌঁছেছি তাতে করে এখন বলা যায় সিনেমার মধ্য দিয়ে অনেক কিছুই উঠে আসবে। এই সিনেমা আমার স্বপ্নের সিনেমা। আমি অনেক স্বপ্ন নিয়েই এই সিনেমা নির্মাণে এগিয়ে এসেছি। এটিএম শামসুজ্জামান জানান, আগামী বছর ‘এখন বলা যায়’ সিনেমার শুটিং শুরু হবে। তবে সিনেমাটির শিল্পী কারা থাকবেন সে বিষয়েও আপাতত কিছু জানাচ্ছেন না তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App