×

বিনোদন

যাদের পকেট ভারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫ পিএম

যাদের পকেট ভারি
ভারতীয় তারকাদের মাঝে বার্ষিক আয়ের দিক থেকে আবারো শীর্ষস্থান দখল করে নিলেন সালমান খান। গত ৫ ডিসেম্বর প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের জরিপে বার্ষিক আয়ের তালিকায় এক নম্বরে রয়েছে সালমান খানের নাম। এ নিয়ে পর পর তিনবার সেরা হলেন তিনি। স¤প্রতি ১০০ জন সবচেয়ে বেশি আয়ের সেলিব্রিটির তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের আর্থিক রোজগারের ভিত্তিতেই এই তালিকা প্রকাশিত হয়েছে। ফোর্বস-এর হিসাব বলছে, চলতি বছরে ২৫৩ কোটি ২৫ লাখ রুপি আয় করেছেন সালমান। মোট আয়ের ৮.০৬ শতাংশ এসেছে বিজ্ঞাপন থেকে। সালমানের ঠিক পরের অবস্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি। তার মোট আয় ২২৮.০৯ কোটি রুপি। তিন নম্বরে রয়েছেন অক্ষয় কুমার, যার মোট আয় ১৮৫ কোটি রুপি। বিগত দুই বছর ধরে দ্বিতীয় স্থানে থাকা শাহরুখ এবার নেমে গেছেন ১৩ নম্বরে। তবে চমকে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। চার নম্বরে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তার আয় ১১২.৮ কোটি রুপি। ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি রয়েছেন পাঁচ নম্বরে। তার আয় ১০১ কোটি ৭৭ লাখ রুপি। ৯৭.৫০ কোটি রুপি নিয়ে আমির খান রয়েছেন ছয় নম্বরে। অমিতাভ বচ্চনের এব ছরের আয় ৯৬.১৭ কোটি রুপি। তার অবস্থান সাত নম্বরে। আট নম্বরে আছেন রণবীর সিংহ (৮৪.৭ কোটি রুপি), নয় নম্বরে শচীন টেন্ডুলকার (৮০ কোটি রুপি) এবং দশম স্থানে রয়েছেন অজয় দেবগান। তার আয় ৭৪.৫০ কোটি রুপি। উল্লেখ্য, চলতি বছরটা সবদিক থেকেই বিশেষভাবে স্মরণযোগ্য হয়ে থাকছে বলিউড সুন্দরী দীপিকা পাড়–কোনের কাছে। স¤প্রতি প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি, আর চলচ্চিত্রেরও সেরা সময় কেটেছে এ বছরটা। এ বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘পদ্মাবত’। আর এই ‘পদ্মাবত’ সিনেমার মাধ্যমেই সর্বোচ্চ আয় করা অভিনেতাদের খাতায় নাম লিখিয়েছেন দীপিকা। ফোর্বস সাময়িকীর ভারত সংস্করণ এ বছরে সর্বোচ্চ আয় করা ১০০ অভিনেতার তালিকা, যেখানে প্রথম সারিতে চতুর্থ স্থানে অবস্থান করছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরে এ পর্যন্ত তার আয় ১১২ কোটি ৮০ লাখ রুপি। বলিউড থেকে এবারই প্রথম যেখানে কোনো নারী অভিনেতা শীর্ষ পাঁচের তালিকায় স্থান করে নিলেন। দীপিকাই প্রথম নারী যিনি এই শীর্ষ পাঁচের ক্লাবে প্রথম প্রবেশ করলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App