×

জাতীয়

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাওলাদার- দুলু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪ পিএম

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে হাওলাদার- দুলু
জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব, হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব রিট দায়ের করেন এই দুই নেতা। রুহুল আমিন হাওলাদারের আইনজীবী আবিদ চৌধুরী জানান, রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়পত্র জমা দিয়েছিলেন। তবে ঋণখেলাপি হওয়ায় গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর প্রার্থিতা ফিরে পেতে রুহুল আমিন হাওলাদার নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে ৭ ডিসেম্বর আপিলটি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। এ অবস্থায় পটুয়াখালী-১ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আদালতের দারস্থ হয়েছেন সম্প্রতি জাতীয় পার্টির মহাসচিবের পদ হারানো এই নেতা। অপরদিকে,দু’টি ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার অভিযোগে বিএনপি প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ফলে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপির এই নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App