×

আন্তর্জাতিক

ফোবানার নাম ব্যবহার করে অনুষ্ঠান করলেই আইনগত ব্যবস্থা

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:১০ এএম

ফোবানার নাম ব্যবহার করে অনুষ্ঠান করলেই আইনগত ব্যবস্থা
ফোবানার নাম ব্যবহার করে অনুষ্ঠান করলেই আইনগত ব্যবস্থা
ফোবানার নাম ব্যবহার করে অনুষ্ঠান করলেই আইনগত ব্যবস্থা
ফোবানার নাম ব্যবহার করে অনুষ্ঠান করলেই আইনগত ব্যবস্থা
ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফোবানা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার নিউইয়র্কে। আগামী বছরের ৩০-৩১ আগষ্ট ও ১লা সেপ্টেম্বর লংআইল্যান্ডে ১৭ হাজার মানুষের ধারন ক্ষমতাসম্পন্ন বিশাল হলরুমে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। ভেন্যুর কাছেই মেরিয়টে থাকছে আবাসনের ব্যবস্থা। কানাডাসহ আমেরিকার সবগুলো স্টেটের ৮০টি সংগঠন এবারের ফোবানায় অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ফোবানার বর্তমান এক্সিকিউটিভ কমিটি। আজ শনিবার দুপুরে জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এ উপলক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে ফোবানার বর্তমান নির্বাহী কমিটি এবং নিউইয়র্কে হোষ্ট কমিটির সংগঠন ড্রামা সার্কেল। এ সময় সম্মেলনে প্রায় দুই ঘন্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোবানা নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, অতীতে বহুবার দ্বিধাবিভক্ত হলেও এবার ফোবানা হবে একটি। এতে কোন দ্বিধা বিভক্তি নেই। যদি কেউ ফোবানার নাম ব্যবহার করে পাল্টা কোন ফোবানা আয়োজন করতে চান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা বলেন, ফোবানা কোন ব্যবসা প্রতিষ্ঠান নয়। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে আমাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে আমরা আমাদের মেধা, শ্রম এবং অর্থ ব্যয় করছি। অন্য কোন লাভের জন্য নয়। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এখানকার ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে আমরা সে বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ফোবানার চেয়ারপারসন মীর এইচ চৌধুরী, ভাইস চেয়ার শাহ হালিম, লিখিত বক্তব্য দেন এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, আয়োজনের খুটিনাটি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হোষ্ট কমিটির কনভেনর নার্গিস আহমেদ ও মেম্বার সেক্রেটারি আবির আলমগীর, নাহিদা আলি ডেউজিসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ড্রামা সার্কেলের পলাশ শিপলু, চীফ কো-অর্ডিনেটর জহির মাহমুদ, শতদলের সভাপতি কবির কিরন, বাংলাদেশী আমেরিকান ওমেন এসোসিয়েশন টেক্সাসের প্রেসিডেন্ট ও ফোবানা ওমেন এমপাওয়ারমেন্ট কমিটির নাহিদা আলী ডেইজি, নিউজাসির ডা. গোলাম ফারুক ভূইয়া, ফোবানার সাবেক চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, আউটস্টান্ডিং মেম্বার বেদরুল ইসলাম বাবলা, রবিউল করিম বেলাল সাবেক প্রধান নির্বাচন কমশিনার মাহবুব রেজা, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, কনভেনশন হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি আবির আলমগীর, কনভেনর নার্গিস আহমেদ, ফোবানা ২০০৭ এর প্রেসিডেন্ট ড. দেলোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে কম্যুউনিটির বিভিন্ন সংগঠনের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলা হয়, এই সময়টাতে অন্য কোন ব্যাক্তি বা সংগঠন যেন বড় ইভেন্ট আয়োজন না করে সে দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App