×

বিনোদন

ডি টুয়েন্টি’র প্রচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৫:০০ পিএম

ডি টুয়েন্টি’র প্রচার শুরু
নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস এর আগে যতগুলো ধারাবাহিক নাটক রচনা করেছেন তার সবই ছিল গ্রামকেন্দ্রিক জীবনের গল্পের ধারাবাহিক। এবারই প্রথম তিনি শহুরে জীবনের গল্প নিয়ে দীর্ঘ ধারাবাহিক নাটক রচনা করেছেন। নাটকের নাম ‘ডি ২০’। এটি একটি সরকারি কলোনির ফ্ল্যাট নম্বর। কলোনির ভেতরে সরকারি চাকরিজীবী মানুষের পাশাপাশি সরকার থেকে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে থাকা অন্য পেশাজীবী মানুষের কাছে নিত্যদিনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ডি ২০’ ধারাবাহিকের গল্প, জানালেন ধারাবাহিকটির নির্মাতা সাগর জাহান। চঞ্চল চৌধুরী বলেন, সাগর জাহানের নির্দেশনায় এর আগে খন্ড নাটকে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম তার নির্দেশনায় ধারাবাহিক নাটকে আমার অভিনয় করা। ডি ২০ নাটকে একটি কলোনির একটি ফ্ল্যাটের মালিক মেস হিসেবে ভাড়া দেন পাবনার এবং বরিশালের চাকরিজীবী কয়েকজন মানুষকে। এই দুই এলাকার মানুষের নানান কর্মকাণ্ড নিয়ে গল্প এগিয়ে যাবে। নিঃসন্দেহে সাগর একজন ভালো নির্মাতা। অনেক যত্ন নিয়েই সাগর ধারাবাহিকটি নির্মাণ করেছেন। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। আরেকটি কথা না বললেই নয় বৃন্দাবন দার গল্প সবসময়ই দর্শককে আনন্দ দেয়, ভালোলাগার জন্ম দেয়। তার নাটকে কোনো না কোনো ম্যাসেজ থাকে। এই নাটকেও আছে। দর্শক তা দেখলেই বুঝতে পারবেন। আজ থেকে আরটিভিতে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে ‘ডি ২০’ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে। এই নাটকে আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন প্রাণ রায়, আরফান আহমেদ, ওয়ালিউল হক রুমী, জামিল, দোলনসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App