×

জাতীয়

রাজধানীতে বেড়েছে টানা পার্টির দৌরাত্ম্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ পিএম

রাজধানীতে বেড়েছে টানা পার্টির দৌরাত্ম্য
রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে টানা পার্টির উপদ্রব চরমে পৌঁছেছে। প্রায় স্থানেই পুলিশের অল্প দূরে দাঁড়িয়ে তারা মানুষের মোবাইল ফোনসেট, গলার দামি চেইন, লকেট, কানের দুল, ব্যাগ ছিনিয়ে নিচ্ছে। প্রতিদিন গড়ে এমন অর্ধশতাধিক ঘটনা ঘটলেও প্রতিকার মিলছে না একটিরও। চিহ্নিত কিছু এলাকার বাসস্ট্যান্ড ও রোড ডিভাইডারে দাঁড়িয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এমন ঘটনা একটির পর একটি ঘটালেও ধড়া পড়ছে না চক্রের কেউই। বিশেষ করে যে সব স্থানে গাড়ির গতি কমে যায় এবং যানজটপ্রবণ এলাকায় টানা পার্টির দৌরাত্ম্যে পরিবহন যাত্রীরা অসহায় হয়ে পড়েছেন। এই চক্রের সদস্যরা দিনের আলোতে বা রাতের অন্ধকারে শত শত চোখের সামনেই হাতিয়ে নিচ্ছে মূল্যবান জিনিসপত্র। একাধিক ভুক্তভোগী জানান, পল্টন মোড়, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, সায়েন্স ল্যাবরেটরি, বিজয় সরণিসহ আরো কিছু পয়েন্টে টানা পার্টির সদস্যরা সবসময় তৎপর। রাস্তার পাশে কিছু যুবক অহেতুক দাঁড়িয়ে থাকে, রাস্তা পারাপারের ভান করে হাঁটাহাঁটি করে। এর মধ্যেই তারা জানালার পাশে বসা বাস যাত্রীদের অনুসরণ করে। অসতর্ক কারো হাতে বা কানে মোবাইল ফোন থাকলে লাফ দিয়ে তা হাতিয়ে নিয়েই দৌড়ে স্থান ত্যাগ করে। আবার প্রাইভেটকারের দরজার গ্লাস খোলা থাকলে ভেতরে বসা নারী যাত্রীর গলার হার, লকেট, কানের দুল, ভ্যানেটি ব্যাগ ছোঁ মেরে নিয়ে নিচ্ছে টানা পার্টির সদস্যরা। বাস যাত্রীরা ঘটনার পর শুধু জানালা দিয়ে তাকিয়ে থাকলেও করার কিছু থাকে না। অনেক সময় প্রাইভেটকারের যাত্রীরা গাড়ি থেকে নেমে হইচই করলেও মুহূর্তে রাস্তা পার হয়ে সটকে পড়ে টানা পার্টির সদস্যরা। বেশ কয়েকজন ভুক্তভোগী বলেছেন, টানা পার্টির সদস্যরা মাদকাসক্ত। ‘ছোঁ’ মেরে মানুষের মোবাইল ফোনসেট, গলার চেইন, লকেট, কানের দুল, ব্যাগ ছিনিয়ে নেয়ার পর তারা ঝুঁকি নিয়ে রাস্তার মধ্যে দৌড়ায়। অনেক সময় চলন্ত গাড়ির ধাক্কাও খায় তারা। কিন্তু পেছনে ফিরে তাকায় না। অধিকাংশ ঘটনা ট্রাফিক পুলিশের সামনে ঘটছে বা ঘটনার পর তারা অবগত হলেও প্রতিকার মিলছে না। কারওয়ানবাজার এলাকার একই স্থানে একই ব্যক্তি ঘণ্টায় ৩-৪টি ঘটনা ঘটালেও ধরা পড়ছে না। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এই চক্রের সদস্যদের বাস-গাড়ির যাত্রীদের কাছ থেকে জিনিস টেনে নিয়ে নেয়াটা ছিনতাইয়ের নতুন কৌশল। ছিনতাইকারীরা কৌশলে সাধারণ মানুষের মোবাইল ফোনসেট, গলার চেইন, লকেট, কানের দুল, ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। ঘটনাস্থলে এত ভিড় থাকে যে, ছিনতাইয়ের পরে ছিনতাইকারী মানুষের ভিড়ে মিশে যায়। অনেক সময় ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে, তিনি টানা পার্টির সদস্য দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছেন। আবার কখনো এটি বুঝতে ভুক্তভোগীর কিছুটা সময়ও লেগে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App