×

বিনোদন

বাংলাদেশ থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯ এএম

বাংলাদেশ থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণিল আনন্দ শোভাযাত্রা, নাট্যমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মঞ্চায়নসহ নানা বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো নাটকের দল বাংলাদেশ থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠার তিনদিনব্যাপী উৎসব। গতকাল শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তিনদিনের এই উৎসবের উদ্বোধন করেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশ থিয়েটারের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী আমানুল হক এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শিল্পকলা একাডেমি থেকে একটি আনন্দ শোভযাত্রা বের করা হয়। সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের এই শোভাযাত্রাটি শিল্পকলা থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলায় এসে শেষ হয়। এরপর সকাল সাড়ে ১১টায় শুরু হয় বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠনের মঞ্চমেলার ১ম পর্ব। দুপুর ১টায় মধ্যাহ্ন ভোজের বিরতির পর আড়াইটায় মঞ্চমেলার ২য় পর্ব শুরু হয়। বিকেল চারটায় উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় আয়োজক দলের দর্শকনন্দিত নাটক ‘সি-মোরগ’-এর মঞ্চায়ন হয়। মঞ্চে কুশীলবদের মুভমেন্ট। আলো আর আবহ সঙ্গীতের খেলা দিয়ে শুরু হয় নাটকটি। চারপাশে গিজগিজ করা দারিদ্র্যের মাঝখানে গড়ে ওঠা শিকদার বাড়ি। তার অতি আদরের সি-মোরগটি হারিয়ে যায়, যাকে সুগন্ধি সাবানে গোসল করানো হতো, পশু ডাক্তার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হতো, যার জন্য শিকদার কারো বুকে গুলি চালাতে দ্বিধা করে না। এ নিয়েই বাঘাবাড়ি তল্লাট তটস্থ থাকে নাটকজুড়ে। ’৬০ ও ’৭০-এর দশকের গ্রামীণ পটভ‚মির ওপর নির্মিত নাটকটির কাহীনি পারিবারিক টানাপড়েন, নারীজীবন, বহুবিবাহ, শ্রেণিবৈষম্য আর রূপক মোরগকে নিয়ে এগোতে থাকে। কাহীনির বিষয়বস্তুগুলো চলমান দশকেও দেখা যায়, তবে তা ভিন্ন মোড়কে। কারও দুবেলা খাবার জুটতেই হিমশিম খেতে হয়, সেখানে কারও আবার বিশাল পুঁজির ওপর রসাল জীবনযাপন। শিকদার বাড়ি যেন দুর্নীতির আখড়া, অভাবে স্বভাব নষ্ট আর কি। হিন্দু পরিবারের বিপদে কাছের বন্ধুও সুযোগ নিতে চায় উলঙ্গভাবে। ‘নেই ভেদাভেদ হেথা’ সমস্বরে ন্যায়ের পক্ষে আওয়াজ তুলে কাহিনির সমাপ্ত হয়। যেন এক ডানপন্থি সমাজতন্ত্র। সি-মোরগ প্রদর্শনীর মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজনের সমাপ্তি ঘটে। উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার বিকেল চারটায় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক আয়োজন। এরপর সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। কাল রবিবার শেষ হবে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনের এই উৎসব। সমাপনী সন্ধ্যায় একই মিলনায়তনে মঞ্চায়ন হবে খন্দকার শাহ্ আলম অভিনীত একক নাটক ‘আমি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App