×

পুরনো খবর

২১ কেন্দ্রে ভোটের সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ পিএম

২১ কেন্দ্রে ভোটের সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

সংসদের ২৯৯ নং রাঙ্গামাটি আসনটি ১০টি উপজেলা, ৫০টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে সংসদ নির্বাচনে ২০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চলবে। এর মধ্যে ২১টি কেন্দ্র দুর্গম হওয়ায় হেলিকপ্টরে করে ভোটের সরঞ্জাম পাঠানো হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি নির্বাচন অফিস।

দুর্গম এলাকার এসব কেন্দ্রে হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগিতায় ভোটের সরঞ্জাম ও ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।

তিনি বলেন, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। দুর্গম এলাকাতেও সময়মতো নির্বাচনের সরঞ্জাম ও দায়িত্বরত কর্মকর্তাদের পৌঁছানো হবে।

দুর্গম এলাকার এসব ভোট কেন্দ্রগুলো হলো- বাঘাইছড়ি উপজেলার শিজক দজর বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের সি.এম.পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়হরিণা ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ি উপজেলার শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ির মৈদং ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুমদম্যা ইউনিয়নের বস্তিপাড়া ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাখালী নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি ইউনিয়নের রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App