×

জাতীয়

এবারের নির্বাচন খুব শক্ত হবে: রাঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ পিএম

বিএনপি নির্বাচনে আছে বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব শক্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এ কারণেই যারা জয়ী হতে পারবেন তাদেরই মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার (৭ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন রাঙ্গা।

জাতীয় পার্টি ৪৫টি আসন পেতে পারে জানিয়ে মসিউর রহমান রাঙ্গা বলেন, দুই-একদিনের মধ্যেই মহাজোটে জাতীয় পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মহাজোটের অন্যান্য শরিক দলের সাথে আলোচনা চলছে। জাতীয় পার্টি ৪৫টি আসন পেতে পারে।

রাঙ্গা বলেন, বিএনপি নির্বাচনে আছে, তাই একাদশ জাতীয় নির্বাচন খুব শক্ত হবে। এ কারণেই যারা জয়ী হতে পারবেন তাদেরই মনোনয়ন দেওয়া হবে মহাজোটের প্রার্থী হিসেবে। মহাজোটভুক্ত দলগুলোর জনপ্রিয় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে, সে ক্ষেত্রে কোনো দলের প্রার্থী তা বিবেচনা করা হবে না। দুই-এক দিনের মধ্যেই জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা করা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিক অবস্থা জানতে চাইলে রাঙ্গা বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মজিবুর রহমান সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদ আমির হোসেন ভূইয়া, এস এম ইয়াসির, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App