×

বিনোদন

‘সময়ের প্রয়োজনে’র ৭১তম প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:২৭ পিএম

‘সময়ের প্রয়োজনে’র ৭১তম প্রদর্শনী
মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের একটি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের জীবনের সুখ-দুঃখ ও আনন্দ- বেদনার গল্প নিয়ে জহির রায়হানের ছোটগল্প ‘সময়ের প্রয়োজনে’। এ গল্পকে অবলম্বন করে থিয়েটার আর্ট ইউনিট একই শিরোনামে মঞ্চনাটক করেছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, নৃশংস গণহত্যা, রাজাকারদের ঘৃণ্য অপরাধ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ নিয়ে ‘সময়ের প্রয়োজনে’ নাটকটির প্রদর্শনী হয়। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির ৭১তম প্রদর্শনী হয়। শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছোটগল্প ‘সময়ের প্রয়োজনে’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বারী। রবীন্দ্রনাথের গান ‘বাংলার মাটি বাংলার জল’-এর কোরিওগ্রাফি পরিবেশনের মধ্য দিয়ে নাটকটির মঞ্চায়ন শুরু হয়। এ সময় নেপথ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অংশ বিশেষ রেকর্ডে বাজানো হয়। মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক জহির রায়হান মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পে আসেন। সেখানে কমান্ডার তার হাতে একজন তরুণ মুক্তিযোদ্ধার ডায়েরি তুলে দেন। সেই ডায়েরির সূত্র ধরেই এগিয়ে যায় নাটক। একে একে দর্শকদের সঙ্গে পরিচয় ঘটে মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের সংলাপে উঠে আসে যুদ্ধের পরিস্থিতি। আসে সা¤প্রদায়িকতার বিষাক্ত ছোবলের কথাও। নাট্যকার তুলে এনেছেন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির আভাসও। বঙ্গবন্ধু হত্যা, প্রতিক্রিয়াশীলদের অশুভ তৎপরতা, রাজাকারদের আবার ক্ষমতা কাঠামোয় স্থান পাওয়া ইত্যাদি বিষয় নাটকের কাহিনীতে স্থান পেয়েছে। ২০০৫ সালে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। নাটকটিতে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সেলিম মাহবুব, মিল্লাত, সাথী রঞ্জন দে, সাইফ সুমন, ফেরদৌস আমিন বিপ্লব, চন্দন রেজা, সৈয়দ অলক, কামাল রায়হান, আবু সুফিয়ান, নাহিদ সুলতানা, প্রদীপ বিশ্বাস, জায়েদ হোসেন, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সরকার জামান, সুমন আকন্দ, রাকিব প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App