×

বিনোদন

‘রাত্রির যাত্রী’ দেখতে মৌসুমীর আহবান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:২৬ পিএম

‘রাত্রির যাত্রী’ দেখতে মৌসুমীর আহবান
আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমা মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’। সিনেমাটি মুক্তির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণার উদ্যোগ নিয়েছে সিনেমাটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এর প্রথম পদক্ষেপ হিসেবে গত ৪ ডিসেম্বর দুপুর ১টায় রাজধানীর বনানীতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৌসুমী। ‘রাত্রির যাত্রী’র মুক্তি উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন মৌসুমী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। সবার বক্তৃতার মাঝে মৌসুমীকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ রাখা হয়। এর মধ্যে সিনেমার ট্রেইলার এবং সিনেমার একটি গানও দেখানো হয়। মৌসুমী বলেন, এমন অনেক সিনেমাই নির্মিত হয় মুক্তির আগে প্রচারণায় অংশগ্রহণের সুযোগ থাকে না। কিন্তু রাাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যার প্রচারণায় আমি নিজে উদ্বুদ্ধ হয়েই অংশগ্রহণ করছি। রাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যার প্রচারণার জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসার কথা শুনেই আমি সম্মতি জানিয়েছি। কারণ শিক্ষার্থীদের মধ্যে সিনেমাটি দেখায় আগ্রহ সৃষ্টি করার মধ্যে আমি ভালোলাগা খুঁজে পাব। রাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যে সিনেমার প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে রাজধানীর বর্তমান চিত্র ফুটে উঠবে। আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App