×

জাতীয়

আজ আখাউড়া মুক্ত দিবস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৪ পিএম

আজ আখাউড়া মুক্ত দিবস
আজ আখাউড়া মুক্ত দিবস
আজ ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পূর্বাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন আখাউড়া উপজেলা পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এ রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন শহীদ সিপাহী বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে আখাউড়া আক্রমণ করে। ৫ ডিসেম্বর সারা দিন, সারা রাত যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া শত্রু মুক্ত হয়। পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত আখাউড়ার দুরুইন গ্রামে রয়েছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি। এদিকে আখাউড়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত আয়োজন করেছে। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর প্রশাসক মোহাম্মদ শামছুজ্জামান, বলেন, মুক্ত দিবসটি উপলক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন ও মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা করা হবে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App