×

খেলা

ক্রিকেট থেকে অবসর নিলেন গৌতম গম্ভীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৪২ পিএম

ক্রিকেট থেকে অবসর নিলেন গৌতম গম্ভীর
ভারতের জাতীয় দলের সাবেক খেলোয়াড় গৌতম গম্ভীর (৩৭) সব সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফেসবুকে এক ভিডিও বার্তায় মঙ্গলবার ২০ বছরের ক্রিকেট জীবনের ইতি টানার ঘোষণা দেন এ ওপেনার। এনডিটিভির খবরে তা বলা হয়েছে। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর থেকে ১৪৭টি ওয়ানডেতে তিনি ভারতের হয়ে ব্যাট করেছেন। যেখানে ১১টি সেঞ্চুরি এবং ৩৪টি ফিফটি রয়েছে তার। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হাতেখড়ি। ২০০৭-এ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি, ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলেন ৭৫ রানের ঝকঝকে এক ইনিংস। ২০১১ এর বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ নম্বরে নেমেছিলেন তিনি। সেদিন তিনি ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার এ ইনিংসকে বলা হয় বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস। ফেসবুক স্ট্যাটাসে গম্ভীর বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেয়ার। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক সংগ্রাম ও সাফল্য রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App