×

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে গো-হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪ পিএম

ভারতের উত্তর প্রদেশে গো-হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত ২

পুরনো ছবি

ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় গো-হত্যার প্রতিবাদে বিক্ষোভের মুখে পুলিশসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার জেলার স্যানা মহকুমাধীন মাহু গ্রামে ওই ঘটনা ঘটে। জানা যায়, গতকাল সকালে মাহু গ্রামের পাশে জঙ্গল লাগোয়া একটি মাঠ থেকে প্রায় ২৫টি গরুর মাংস উদ্ধার করা হয়। এ খবর রটে গেলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। স্থানীয় গো-রক্ষা সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বেআইনিভাবে মাংস বিক্রি করতেই এত বিশাল সংখ্যক গরু হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলে খণ্ডযুদ্ধের অবতারণা হয়। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতা পাথর ছুড়ে মারতে শুরু করে। জেলা শাসক অনুজ কুমার ঝা জানান, বিক্ষোভকারীদের প্রথমে অবরোধ তুলে নিতে বলে পুলিশ। কিন্তু অনুরোধ উপেক্ষা করে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে অনবরত ইট-পাথর ছুড়তে শুরু করেন। উত্তেজিত জনতার মধ্য থেকে দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App