×

জাতীয়

ভোলা-২ আসনে ৫শত ৫১ কোটি টাকার সিসি ব্লকের কাজ এগিয়ে চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:১৪ পিএম

ভোলা-২ আসনে ৫শত ৫১ কোটি টাকার সিসি ব্লকের কাজ এগিয়ে চলছে
ভোলা-২ আসনে বোরহানউদ্দিন ও দৌলতখান সীমান্তবর্তী মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় বর্তমান সরকার ৫শত ৫১ কোটি টাকা ব্যয়ে সিসি ব্লকের কাজের একনেকে বরাদ্ধ দেন। ওই ব্লকের কাজ এগিয়ে চলছে। বোরহানউদ্দিন ও দৌলতখান মানুষের একটাই চাওয়া পাওয়া ও স্বপ্ন ছিল এ মেঘনার হাত থেকে রক্ষা করা। আজ তা বাস্তবায়ন হচ্ছে। এতে করে মেঘনার সীমান্তবর্তী হাজার হাজার মানুষ বর্তমান আ’লীগ সরকারের সফলতা কামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মো: হোসেন হাওলাদার জানান, আমাদের হাওলাদার পরিবারের কয়েকশত একর জমি মেঘনার গর্ভে বিলিন হয়ে গেছে। আমরা বড়মানিকা, পক্ষিয়া ও টবগী’র মানুষ দীর্ঘ দিন মেঘনার হাত থেকে রক্ষায় বিভিন্ন মানববন্ধন ও কর্মসূচিতে অংশ গ্রহণ করে সকলের একটাই দাবী ছিল বেড়ি চাই না স্থায়ী সিসি ব্লক চাই। আর সে স্বপ্নগুলো আজ দৃশ্যমান ভোলা-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয় নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আজ ব্লকের কাজ দৃশ্যমান। আমাদের পরিবারের শেষ সম্ভলটুকু রক্ষা করেছে বর্তমান আ’লীগ সরকার। নদী ভাঙ্গনের কবলে পরে কত পরিবার যে দেশের বিভিন্ন স্থানে গিয়েছে তার হিসাব নেই। আমরা আর বিচ্ছিন্ন ভাবে বসবাস করতে চাই না। মহান আল্লাহ’র রহমতে জননেত্রী শেখ হাসিনা আমাদের বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকু পূরন করেছে। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বর্তমান সরকারকে এবং এ নির্বাচনে আমরা নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চির স্মরণ করে রাখতে চাই। আলীমুদ্দিন বাংলাবাজার এলাকার রাকিব জানান, এ আসনের মানুষের একটাই স্বপ্ন ছিল মেঘনার হাত থেকে মানুষকে রক্ষা করা। আজ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি’র হস্তক্ষেপে জননেত্রী শেখ হাসিনা আমাদের কথা চিন্তা করে ৫শত ৫১ কোটি টাকা বরাদ্ধ দিয়ে এ জনপদের মানুষের দীর্ঘ দিনের দাবী পূরণ হতে যাচ্ছে। এতে করে বর্তমান সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষ অবশ্যই কৃতজ্ঞতা বোধ থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে সহযোগিতা করবেন। হাকিমুদ্দিনের শাহিন হাওলাদার জানান, আমাদের বাবা-দাদাদের অনেক সম্পত্তি আজ মেঘনা নদীতে বিলিন হয়ে গেছে। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবী ছিল মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা। তা আজ দৃশ্যমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App