×

পুরনো খবর

সিংগাইরে দ্বিধাবিভক্ত বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬ পিএম

সিংগাইরে দ্বিধাবিভক্ত বিএনপি
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর সদরের আংশিক) আসনে বিএনপির দুজন হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপি দুজনকে অনুমোদন দেয়ায় তৃণমূল নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং সিংগাইর উপজেলা চেয়াম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবিদুর রহমান খান রোমান। তাদের মনোনয়ন রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করা হলেও নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা চান, নির্বাচনী মাঠ গোছাতে শিগগিরই একজন প্রার্থীর ঘোষণা করা হোক। মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত প্রয়াত শিল্পমন্ত্রী সামসুল ইসলাম খান নয়া মিয়ার পুত্র। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পাশাপাশি বর্তমান দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। মামলা হামলার কারণে দলীয় কর্মসূচিতে তিনি তেমন অংশগ্রহণ না করলেও রয়েছে আলাদা ব্যক্তি ইমেজ। দলীয় মনোনয়ন পেয়ে বিএনপি অধ্যুষিত এ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চান তিনি। এ সম্পর্কে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। পুলিশ প্রহরায় বর্তমান সংসদ সদস্য প্রায় প্রতিদিন রাস্তা আটকিয়ে পথসভা করছেন। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে জানিয়েছি। দুই প্রার্থীর মনোনয়ন প্রসঙ্গে শান্ত বলেন, এটা দলের নির্বাচনী কৌশল। দুজনের মধ্যে প্রার্থী একজন হবেন। তবে এ আসনে বিএনপি প্রার্থীর জয় নিশ্চিত। আরেক প্রার্থী সিংগাইর উপজেলা চেয়ারম্যান মো. আবিদুর রহমান খান রোমানের ছাত্রজীবন থেকে রাজনীতিতে প্রবেশ। তিনি সিংগাইর উপজেলা ছাত্রদলের সভাপতি ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯-৯০ সালে সিংগাইর ডিগ্রি কলেজে ছাত্র সংসদের ভিপি ছিলেন তিনি। গত উপজেলা নির্বাচনে ভোটের কয়েক দিন আগে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি মতবিনিমিয় ও গণসংযোগ শুরু করেছেন। রাজনৈতিক মামলা হামলা হয়রানির শিকার হলেও তিনি সাংগঠনিক কাজে তৎপর। এ ব্যাপারে আবিদুর রহমান খান রোমান বলেন, নেতাকর্মীদের দ্বিধাবিভক্ত হওয়ার কারণ নেই। সবসময় তারা দুঃসময়ে কাছে পাওয়া কিংবা মাঠের নেতাকেই চূড়ান্ত প্রার্থী দেখতে চান। তিনিও অভিযোগ করে বলেন, এখনো বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারছেন না। সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও সরকার দলীয় প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App