×

আন্তর্জাতিক

মেক্সিকোতে মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ পিএম

মেক্সিকোতে মার্কিন দূতাবাসে গ্রেনেড হামলা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকন্যা ইভাঙ্কার সফরের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণে কেঁপে উঠল মেক্সিকোয় অবস্থিত মার্কিন দূতাবাস৷ অল্পের জন্য রক্ষা পেলেন ইভাঙ্কা ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷

মেক্সিকোর গুয়াডালাজারা শহরের রোববার মার্কিন দূতাবাসের সামনে ওই গ্রেনেড হামলা চালায় এক আততায়ী৷

বিস্ফোরণে তীব্রতায় দূতাবাসের সামনের দেয়ালে ৪০ সেন্টিমিটার গর্তের সৃষ্টি হয়। খবর স্ট্রেট টাইমসের।

তাৎক্ষণিকভাবে ওই গ্রেনেড হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীরা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেন গোটা এলাকা৷

দূতাবাসের গোপন ক্যামেরায় হামলাকারীর ছবি ধরা পড়েছে৷ সেই সূত্র ধরেই তাকে খোঁজা শুরু করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে মেক্সিকোর পাচারকারী সংগঠনগুলোও যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

দূতাবাসের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, এক ব্যক্তি বাইরে থেকে দূতাবাসের দিকে গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App