×

বিনোদন

দীপার ছুটে চলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮ পিএম

দীপার ছুটে চলা
অভিনয় নৈপুণ্যে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন দীপা খন্দকার। প্রায় দুই দশকের ক্যারিয়ারে এখনো সমানতালে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা। দীপার সমসাময়িক অনেকেই মিডিয়া থেকে ছিটকে পড়লেও দীপা খন্দকার এখনো দর্শকের কাছে সমান জনপ্রিয়। এর পেছনের রহস্য কী? দীপা জানালেন, পরিশ্রম এবং সততার সঙ্গে নিজের কাজটি করে যাওয়া। এর বাইরে তেমন কিছু করেন না তিনি। তবে নিজের কাজটি যেন সুন্দরভাবে হয়, সেই চেষ্টাটাই করেন। আর সেই চেষ্টার জন্যই হাজারো মানুষের কাছে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গুণী এই অভিনেত্রীর জন্মদিন ছিল গত ২৮ নভেম্বর। এবারের জন্মদিনটি সাদামাটাভাবেই উদযাপন করেন তিনি। তবে সবার ভালোবাসার স্পর্শে সাদামাটা দিনটিই হয়ে উঠে বিশেষ। এমনটাই বললেন দীপা। অভিনেত্রী দীপা খন্দকার বলেন, এখন তো বয়স হয়েছে। সন্তানের মাঝেই নিজের সুখ খুঁজে পাই। সন্তানদের আনন্দ দেখলে নিজের ভালো লাগে। এ ছাড়া নিজের জন্মদিন নিয়ে কোনো উন্মাদনা কাজ করে না। তবে সবাই যখন শুভেচ্ছা জানাই তখন ভালো লাগে। মানুষের ভালোবাসার মাঝেই জীবন স্বার্থক মনে হয়। ব্যক্তিজীবনে স্বামী শাহেদ আলী ও সন্তানদের নিয়ে সুখের সংসার দীপার। বিবাহিত জীবনের এক যুগ পেরিয়েছেন। ২০০৬ সালের ২৭ মে বিয়ে হয় দীপা-শাহেদ আলীর। একটি নাটকে অভিনয় করতে গিয়ে সুজনের কণ্ঠে ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ গানটি শোনেন। সে গান শুনেই সুজনের প্রতি দীপার ভালো লাগা তৈরি হয়। পরবর্তী সময় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের মধ্যস্থতায় তারা দুজন বিয়ের পিঁড়িতে বসেন। দীপা-শাহেদ দুজনই তাদের বিয়ের ঘটক গিয়াসউদ্দিন সেলিমকে ‘উকিল বাবা’র মর্যাদা দিয়েছিলেন। বিবাহিত জীবন প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, আমার বিয়ের পরদিন অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চেয়েছিল, ‘বিয়ের পর কেমন আছেন? আপনি কি সুখী?’ আমি তাদের বলতাম, ‘এখনই কীভাবে বলব, সুখী কিনা। ৫ বছর যাক তারপর বলি।’ ১২ বছর পর বলছি ভাই বোনেরা, ‘আমরা কিন্ত ভালো আছি। আলহামদুলিল্লাহ। এভাবে বাকি জীবন থাকতে চাই, দোয়া করবেন।’ সংসার জীবনের ব্যস্ততা কাটিয়ে কর্মজীবনেও ব্যস্ত দীপা। নতুন তিনটি বিজ্ঞাপনের কাজ করার পাশাপাশি নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। গত বছর আগস্ট মাসে সর্বশেষ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। কয়েক মাসের বিরতির পর বিগত কয়েকদিনে পরপর তিনটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দীপা। বিজ্ঞাপনগুলো হচ্ছে রুবায়েত মাহমুদের ‘ভিম লিকুইড’, রাব্বির ‘গাজী ডোরস’ এবং অন্য একজন নির্মাতার ‘অ্যারোমা বিস্কুট’। তিনটি বিজ্ঞাপনই শিগগিরই প্রচারে আসবে বলে জানালেন দীপা খন্দকার। এদিকে নতুন পাঁচটি ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন এ অভিনেত্রী। এর মধ্যে রয়েছে- গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সত্য মন্ত্র’ এবং মীর সাব্বিরের ‘মালেক হতে সাবধান’। নাটক দুটি দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে। এ ছাড়া প্রচারের অপেক্ষায় রয়েছে সাগর জাহানের রচনা ও এর আর আকাশ-রতন হাসানের পরিচালনায় ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। এটি জানুয়ারি থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। প্রচারের অপেক্ষায় রয়েছে মিজানুর রহমান লাবুর ‘প্রিয় পরিবার’ ও ইসমত আরা শান্তির ‘হাজার রকম ভালোবাসা’। বিটিভির প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘লকেট’-এও নিয়মিত অভিনয় করছেন তিনি। আগামী বিজয় দিবসে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য দীপা খন্দকার অভিনয় করেছেন ‘অপেক্ষা’ নামে নাটকে। নাটকটি রচনা করছেন শফিকুর রহমান শান্তনু আর এটি পরিচালনা করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আরো অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App