×

পুরনো খবর

‘এরশাদ যথা সময়ে মাঠে থাকবেন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮ পিএম

‘এরশাদ যথা সময়ে মাঠে থাকবেন’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্বাচনে অংশ নেবেন এবং যথাসময়ে মাঠে থাকবেন। তার অংশগ্রহণ নিয়ে কোনও ধূম্রজাল নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, একটি পক্ষ এরশাদকে নিয়ে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে, যার কোনও ভিত্তি নেই। তিনি অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।

ইসিতে কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ঢাকা-৬ আসনে ইভিএমে ভোট হবে। এ আসনে মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ। ইভিএম নিয়ে মানুষের মনে অনেক ভয়ভীতি আছে, এসব ভীতি দূর করতেই তিনি ইভিএম সম্পর্কে নানা তথ্য জানতে এসেছেন। তার সাথেই আমিও এসেছি।

জাতীয় পার্টিতে মনোনয়ন বাণিজ্য হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলে মনোনয়ন বাণিজ্যের কোনও সুযোগ নেই। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। ৪৫ বছরের রাজনীতিতে মনোনয়ন বাণিজ্যের প্রশ্নই আসে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App