×

খেলা

এবার রেকর্ড বুকে বাংলাদেশের ইনিংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৮:০১ পিএম

এবার রেকর্ড বুকে বাংলাদেশের ইনিংস

মিরপুর টেস্টে ব্যাট হাতে দাপটের পর এখন বল হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রান করেছে টাইগাররা।

১১ ব্যাটসম্যানের প্রত্যেকেই দুই অঙ্ক স্পর্শ করেছেন। আর তাতেই দারুণ এক কীর্তিতে উঠে গেছে বাংলাদেশের নাম।

টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে প্রত্যেক ব্যাটসম্যানের ডাবল ফিগারে পৌঁছার ঘটনা এর আগে ঘটেছিল মাত্র ১৩ বার। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ১৪তম বারের মতো ঘটল বিষয়টি; টাইগারদের হাত ধরে।

সবমিলে টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে ৬টি দলের রয়েছেন এই কীর্তি। ভারত সর্বাধিক ৪বার এমন কীর্তি গড়েছে।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এই কীর্তি গড়েছে ৩বার করে। অস্ট্রেলিয়ার ২বার করেছে এমনটি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এই কীর্তি একবার করে।

বাংলাদেশের আগে সর্বশেষ এমনটি ঘটেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টে। সর্বপ্রথম ঘটেছিল ১৮৯৪ সালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App