×

জাতীয়

আখাউড়ায় ডায়রিয়ার প্রকোপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:২০ পিএম

আখাউড়ায় ডায়রিয়ার প্রকোপ
আখাউড়া উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ১৫৮ জন রোগী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভীর্ত হয়েছে। আক্রান্ত রোগীর অধিকাংশই আবার শিশু। আজ শনিবার বিকাল পর্যন্ত ভর্তি হয়েছে ৪৫ জন । শুক্রবার (৩০ নভেম্বর) ভর্তি হয়েছিল ২৫ জন রোগী। এছাড়া প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছে শীতের আগমন ও আবহাওয়া পরিবর্তন জনিত কারণে রোটা ভাইরাসে শিশুরা ডায়রিয়ায় আাক্রান্ত হচ্ছে । আখাউড়া হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া আক্রান্ত রোগী ও অভিভাবকদের ভীড়। পুরুষ ও মহিলা ওয়ার্ডে জায়গা না হওয়ায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরুষ ওয়ার্ডে উদ্বিগ্ন হয়ে পায়চারী করছে আব্দুল খালেক নামের এক অভিভাবক। তিনি বলেন , সকালের দিকে তার শিশু পুত্র হঠাৎ পাতলা পায়খানা শুরু করে। প্রথমে তিনি পল্লী চিকিৎসককে দেখান অবস্থার উন্নতি না হওয়ায় দ্রæত হাসপাতালে নিয়ে আসেন। এখানে স্যালাইন চলছে। অবস্থা কিছুটা উন্নতি দিকে মনে হচ্ছে। এমন অবস্থা আরো অনেক রোগীর। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার - পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুম মনিরা বলেন, শীতের আগমনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা যে কোন সময়ের চেয়ে এখন বেড়ে গেছে। গত এক সপ্তাহে ১৫৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে ভর্তি হয়েছে।হাসপাতালে খাবার স্যালাইন পর্যাপ্ত রয়েছে। ভর্তিকৃত রোগীকে খাবার স্যালাইনের পাশাপাশি ইনফিউশান স্যালাইনও দেওয়া হচ্ছে। তবে স্বল্পতার কারেণ সবাইকে বেডে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App